Advertisement
Advertisement

Breaking News

দল পাশে না থাকলে আত্মহত্যা করতাম: মদন মিত্র

ছোট্ট নাতির সঙ্গেই অনেকটা সময় কাটাতে চান তিনি৷

Madan Mitra pays his gratitude to his party
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 10, 2016 1:47 pm
  • Updated:September 10, 2016 1:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই নিয়ে দ্বিতীয়বার জামিন পেলেন৷ তবে বাড়ি ফেরা অবশ্য হল না৷ আইনি জটিলতায় জামিনে মুক্ত হওয়ার পরও এলগিন রোডের এক হোটেলেই উঠতে হয়েছে মদন মিত্রকে৷ তবে যেখানেই থাকুন দলের প্রতি কৃতজ্ঞতা মুক্তকণ্ঠে স্বীকার করছেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী৷ দীর্ঘ ২২ মাসের আইনি লড়াইয়ের পর জামিনে মুক্ত হয়ে তাই জানাচ্ছেন, এতদিন দল পাশে না থাকলে হয়তো আত্মহত্যাই করতেন৷

শুক্রবারই আলিপুর আদালত তাঁকে প্রভাবশালী তকমা থেকে মুক্তি দিয়েছে৷ ফলে জামিন মঞ্জুর হয়েছে মদন মিত্রর৷ কিন্তু আদেশনামায় যে শর্তগুলি রাখা হয়েছে, তার মধ্যে একটি হল, ভবানীপুর থানা এলাকার বাইরে যেতে পারবেন না তিনি৷ এদিকে তাঁর বাড়ি যে অঞ্চলে সেটি কালীঘাট থানার আওতায় পড়ে৷ ফলে এই মুহূর্তে বাড়ি ফিরতে পারছেন না তিনি৷ আজ সকালে এলগিন রোডের এক হোটেলেই উঠেছেন তিনি৷

Advertisement

তবে এর মধ্যে দলের প্রতি নিজের কৃতজ্ঞতা জানাতে ভুল করলেন না৷ তাঁর জামিন পাওয়ার পরই রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অভিনন্দন জানিয়ে বলেছিলেন, দল বরাবর তাঁর পাশে থেকেছে, এখনও থাকবে৷ মদন মিত্রর অনুরাগীদের উদ্দেশ্যে তাঁর বার্তা ছিল, তাঁদের অতি উত্তেজনা যেন প্রাক্তন পরিবহণমন্ত্রীর পক্ষে ক্ষতিকর না হয়ে ওঠে৷ দলের অনেক নেতা-মন্ত্রীকেও সমর্থকদের আবেগ-উচ্ছ্বাসে রাশ টানার বার্তা দিতে দেখা গিয়েছে৷ এদিন দলের এই পাশে থাকার কথা জানিয়েই তিনি বলেন,  “এতদিন দল পাশে না থাকলে হয়তো আত্মহত্যাই করতে হতো৷”

Advertisement

বিচারব্যবস্থার প্রতি তাঁর যে পূর্ণ আস্থা আছে এদিন সে কথাও জানিয়ে দিতে ভুললেন না৷ বললেন, “সিবিআই যতবার যেখানে যেতে বলবে যাব, পূর্ণ সহযোগিতা করব৷ সত্যি যদি আমি দোষ করে থাকি তাহলে মাথা পেতে শাস্তি নেব৷” এতদিন যে তীব্র মানসিক যন্ত্রণায় কাটিয়েছেন, তা এখন অনেকটাই লাঘব৷ আর জীবনের নয়া এই পর্যায়ে ছোট্ট নাতির সঙ্গেই অনেকটা সময় কাটাতে চান তিনি৷ একদিকে যেমন বহুদিন পর দুর্গাপুজো দেখার আনন্দ প্রকাশ করলেন, তেমনই বাড়ির এত কাছে থেকেও বাড়ি ফিরতে না পারার মৃদু আক্ষেপও থেকে গেল তাঁর কথায়৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ