Advertisement
Advertisement

Breaking News

OBC list

‘বিরোধীদের জন্য ভুল বার্তা যাচ্ছে, নিজেদের মতো বিষয়টা বুঝে নিন’, OBC তালিকা নিয়ে মন্ত্রীদের বার্তা মমতার

আদালতের নির্দেশে রাজ্যকে নতুন করে ওবিসি সংরক্ষণ তালিকা বানাতে হয়েছে।

Mamata Banerjee alleges Opposition fake campaigning against OBC list
Published by: Paramita Paul
  • Posted:June 16, 2025 8:29 pm
  • Updated:June 16, 2025 9:35 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্য়োপাধ্যায়: বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে অন্যান্য অনগ্রসর শ্রেণির তালিকা নিয়ে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের দুষে তাঁর দাবি, বিজেপি-সিপিএমের একাধিক কার্যকলাপের জন্য আমজনতার কাছে ভুল বার্তা যাচ্ছে। সাধারণের কাছে সঠিক তথ্য তুলে ধরার দায়িত্ব দিলেন মন্ত্রীদের।

Advertisement

সোমবার বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ওবিসি সংরক্ষণ নিয়ে আলোচনা হয়। তারপরই তিনি বলেন, “ওবিসি সংরক্ষণ নিয়ে বিরোধীদের জন্য ভুল বার্তা যাচ্ছে। নিজেদের মতো করে সবাই বিষয়টা বুঝে নিন।” আসলে আদালতের নির্দেশে রাজ্যকে নতুন করে ওবিসি সংরক্ষণ তালিকা বানাতে হয়েছে। সেই সংরক্ষণ নিয়ে বিরোধীদের লাগাতার সরকার বিরোধী প্রচার করছে বলে অভিযোগ। সেই প্রচারের পালটা রাজ্যের মন্ত্রীদের ‘বিষয়টি বুঝে নেওয়া’র মন্ত্র দিলেন মমতা।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে আলোচনা হয় অন্যান্য অনগ্রসর সার্টিফিকেট সংক্রান্ত বিষয় নিয়ে। সেই আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, “হাই কোর্টের ডিভিশন বেঞ্চ ২২ মে, ২০২৪-এ একটা নির্দেশ দেয়। তার ফলে বাংলার একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী অসুবিধায় পড়ে। এখনও ১১৭ টি শ্রেণি ওবিসি তালিকায় অন্তর্ভুক্ত হ‌ওয়ার জন্য আবেদন করে। পরবর্তী সময়ে হাই কোর্টের নির্দেশ অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হয়। এটা আমরা আইন অনুযায়ী করেছিলাম। কমিশন সমীক্ষার কাজে হাত দেয়। গত ৩ জুন ওবিসি রিজার্ভেশন ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।” তিনি আরও বলেন, “ওবিসি তালিকা নির্ধারণের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। আর্থিক অনগ্রসর শ্রেণির ভিত্তিতে সার্ভে হচ্ছে। সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে আমরা করে ফেলব।” কিন্তু বিরোধীরা অপপ্রচার করছে বলে দাবি করেছে শাসকদল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement