Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

রেড রোডের নমাজেও এজেন্সি ইস্যু, CAA-NRC নিয়ে মমতা বললেন, ‘মৃত্যু আমাকে ভয় পায়’

রেড রোডের নমাজেও মমতার সঙ্গী অভিষেকও। অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও দিলেন বার্তা। সাফ জানিয়ে দিলেন, 'গায়ের জোরে মানানো যাবে না।'

Mamata Banerjee at Red Road, celebrates Eid
Published by: Paramita Paul
  • Posted:April 11, 2024 9:41 am
  • Updated:April 11, 2024 10:22 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেড রোডের নমাজেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এজেন্সি ইস্যু। তোপ দাগলেন এনআইএ-ইডি-সিবিআই নিয়েও। মমতার সাফ বার্তা, “এজেন্সিকে ভয় পাই না। প্রাণ থাকতে বাংলা এনআরসি, সিএএ হতে দেব না।” শেষে মমতার হুঁশিয়ারি, “আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়।”

বৃহস্পতিবার খুশির ইদ। সকালেই রেড রোডে নমাজের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই অভিন্ন দেওয়ানি বিধি থেকে সিএএ-এনআরসি বিরোধী কড়া বার্তা দিলেন মমতা। এমনকী, ‘এজেন্সি-রাজ’ নিয়েও তোপ দাগেন তিনি। কেন্দ্রকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “এবার নির্বাচনে সকলের বিরুদ্ধে এনআইএ, সিবিআই, ইডি লেলিয়ে দিচ্ছে। এর থেকে ভালো, আমি বলেছি, একটা জেলখানা বানিয়ে দিন। সকলে সেখানে চলে যাবে। কিন্তু ১৩২ কোটি মানুষকে জেলে ভরতে পারবেন তো? আমরা রয়্যাল বেঙ্গল বাঘের মতো লড়াই করি।” বিজেপিকে নিশানা করে তাঁর অভিযোগ, নির্বাচনের সময় বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করছে। তাদের টোপ দেওয়ার চেষ্টা করছে।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যসভায় মমতাবালার শপথ থামালেন ধনকড়, অভিষেকের প্রশ্ন, ‘গুরুচাঁদ ঈশ্বর নয়?’]

এর পরই মমতার দাবি, কেন্দ্র অভিন্ন দেওয়ানি বিধি আনছে কেন্দ্র। তাঁর কথায়, “মাছের মাথা হল সিএএ, ল্য়াজা এনআরসি আর মাছের পেটটা হল অভিন্ন দেওয়ানিবিধি। কিন্তু আমরা মানব না। গায়ের জোরে মানব না। নো সিএএ,  নো এনআরসি, নো ইউসিসি। সকলের নিজস্ব অধিকার যেমন ছিল, তেমন থাকবে।” মোদি-শাহকে নিশানা করে মমতার খোঁচা, “জনতার ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন। আমরা নাগরিক না হলে আপনারাও নাগরিক নন।” এর পরই তাঁর ‘অভয়বাণী’, “আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যু আমাকে ভয় পায়। আমার কাছে সবার আগে আপনাদের নিরাপত্তা।”

Advertisement

[আরও পড়ুন: সরকারি স্কুলের খাতায় মমতার ছবি, রাজ্য ও মুখ্যমন্ত্রী বিরুদ্ধে কমিশনে বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ