Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

মহারাষ্ট্র-দিল্লির ধাঁচে বাংলাতেও ‘ভূতুড়ে’ ভোটার ঢোকানোর ছক বিজেপির! সতর্ক মমতা

মমতার আশঙ্কা, 'পশ্চিমবঙ্গেও বাইরের লোক এসে বসে আছে।'

Mamata Banerjee cautious about fake voter in Bengal
Published by: Subhajit Mandal
  • Posted:February 13, 2025 10:04 am
  • Updated:February 13, 2025 2:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি, হরিয়ানা, মহারাষ্ট্রের ধাঁচে ছাব্বিশের ভোটের আগে বাংলাতেও ভুয়ো ভোটার ঢোকানোর ছক কষছে বিজেপি! আগেভাগে সতর্ক হচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। বুধবার বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায় তেমনই ইঙ্গিত মিলেছে।

হরিয়ানা, মহারাষ্ট্র এবং দিল্লি। লোকসভার পর এই ৩ রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। অথচ বিধানসভা ভোটের কয়েক মাস আগে লোকসভায় মহারাষ্ট্রে ভরাডুবি হয়েছিল গেরুয়া শিবিরের। হরিয়ানাতেও ফলাফল আশানুরূপ হয়নি। বিরোধীদের অভিযোগ, তিন রাজ্যেই সুপরিকল্পিতভাবে ভূতুড়ে ভোটার ঢুকিয়ে নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিশানা করেছে বিরোধী শিবির।

Advertisement

২০২৬-এর ভোটে বাংলাতেও সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে এবার আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একই সঙ্গে তাঁর দাবি, বাংলায় চেষ্টা করেও পারবে না বিজেপি। বাজেট ভাষণ শেষে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, “একটি ভুতুড়ে রাজনৈতিক দলের কাজ হল ভোটার তালিকায় ভুয়ো নাম তোলা। মহারাষ্ট্রে হঠাৎ ভোট বাড়ল কী করে? দিল্লিতে কী হয়েছিল। সব সামনে আসবে একদিন।”

মমতার আশঙ্কা, “পশ্চিমবঙ্গেও বাইরের লোক এসে বসে আছে। সব বিধানসভা কেন্দ্রে ২০ হাজার করে তারা ভোট বাড়ানোর প্ল্যানে আছে। আমাদের কাছে সব খবর আছে। কিন্তু মনে রাখবেন, এটা বাংলা। কোনও প্ল্যান এখানে কাজ করবে না। সব আমরা ভেস্তে দেব।” বস্তুত ভূতুড়ে ভোটার নিয়ে অভিযোগ বেশ গুরুতর। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে বিরোধী শিবির। কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি। সতর্ক না হলে যে সমস্যায় পড়তে হতে পারে, সেটা ভালোই জানেন মুখ্যমন্ত্রী। তাই আগেভাগেই সতর্ক তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement