Advertisement
Advertisement

‘বিনিয়োগের গন্তব্য এখন বাংলা’, লগ্নিকারীদের আহ্বান মুখ্যমন্ত্রীর

নিউটাউনে স্থাপিত হল নয়া আইটি হাবের ভিত্তিপ্রস্থর৷

Mamata Banerjee lays IT hub foundation at New Town
Published by: Tanujit Das
  • Posted:August 13, 2018 8:24 pm
  • Updated:May 30, 2023 6:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জমি প্রস্তুত। এখন শুধু ফসল ফলানোর অপেক্ষা৷ কার্যত এই সুরেই সোমবার বিনিয়োগকারীদের স্বাগত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পূর্ব ভারতের সবচেয়ে বড় আইটি হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সামনে তুলে ধরলেন বাংলার বাণিজ্যিক চিত্র৷ জানালেন, মেধা থেকে জমি, শ্রম থেকে উপযোগী পরিবেশ; সবই রয়েছে এই রাজ্যে। কেবল প্রয়োজন সঠিক বিনিয়োগ মনস্ক মানুষের৷

[মেয়ো রোডের সভায় সিন্ডিকেট নিয়ে আক্রমণ, অমিতকে নোটিস অভিষেকের]

Advertisement

সোমবার, নিউটাউনে নয়া আইটি হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কার্যত ‘ব্র্যান্ড বাংলা’কে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উপস্থিত বিনিয়োগকারীদের সামনে পেশ করেন বিভিন্ন পরিসংখ্যান৷ দেখান, বাণিজ্য থেকে শিল্প, কৃষি থেকে তথ্য-প্রযুক্তি সমস্তক্ষেত্রেই দেশের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে এই রাজ্য৷ জানান, সবক্ষেত্রেই বাংলার ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভাল৷ ন্যাশনাল লেবার কমিশনের রিপোর্ট বলছে, ৪০ লাখ বেকারত্ব কমেছে এ রাজ্যে৷ পাশাপাশি, অনুষ্ঠান মঞ্চ থেকেই তিনি ঘোষণা করেন, আরও একটি আইটি হাব তৈরি হবে রাজ্যে৷ অতিরিক্ত ১০০ একর জমির ব্যবস্থা করার নির্দেশ দেন হিডকো চেয়ারম্যান দেবাশিস সেনকে৷

Advertisement

[পরিবারের আপত্তিতে সোমনাথ চট্টোপাধ্যায়ের মরদেহ গেল না আলিমুদ্দিনে]

প্রসঙ্গত, ২০১৮-১৯ অর্থবর্ষের বাজেট পেশের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইটি হাব গড়ার ঘোষণা করেন৷ জানান, বেঙ্গালুরুর ধাঁচে নিউটাউন-রাজারহাটে গড়ে উঠবে এই তথ্য-প্রযুক্তি তালুক৷ যাতে থাকবে বিশ্বমানের প্রযুক্তি। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা৷ রাজ্য সরকারের ল্যান্ড ব্যাংক থেকে দেওয়া হয় ১০০ একর জমি৷ সকলের অনুমান, এই প্রকল্প বাস্তবায়িত হলে বাংলায় বিনিয়োগ করতে ইচ্ছুক হবে একাধিক তথ্যপ্রযুক্তি সংস্থা৷ কর্মসংস্থান হবে প্রায় দশ হাজার মানুষের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ