বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাইলে আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে দেউচা পাচামিতে কাজ শুরু করা যেতে পারে। সমস্ত পরিকাঠামো তৈরি। জমিদাতাদের পরিবারের সকলে চাকরি পাবে। ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও সম্পন্ন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়র।
বুধবার থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে বাংলার শিল্পবান্ধব ছবিটা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তখনই তাঁর কথায় উঠে আসে বীরভূমের দেউচা পাচামির কয়লা খনির কথা। যেখানে ২১০ কোটি ২০ লক্ষ টন কয়লা মজুত রয়েছে। মজুত থাকা কয়লার নিরিখে দেউচা পাচামি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। এশিয়া ও ভারতের নিরিখে বৃহত্তম খনি। কবে থেকে সেখানে কাজ শুরু করা যায়, প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী। এরপরই নিজে সুখবর দিয়ে তিনি জানান, চাইলে কাল থেকেই কাজ শুরু করা যেতে পারে।
মমতা জানান, এই কয়লা খনি থেকে উত্তোলন শুরু হলে আগামী কয়েক শো বছর পিছনে ফিরে তাকাতে হবে না। শক্তি উৎপাদনে ঘাটতি হবে না। তাঁর কথায়, “আজকে ভীষণ শুভ দিন। আজ আমাদের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ওখানে আমাদের সব কাজ সারা। জমি অধিগ্রহণ হয়েছে। জমিদাতাদের পরিবারের জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে। এমনকী আদিবাসী পরিবারের জন্য সমস্ত আর্থিক সাহায্য়ের ব্যবস্থাও তৈরি।” স্গে শিল্পপতিদের আহ্বান, চাইলে কাল থেকেই কাজ শুরু করতে পারেন। মুখ্যমন্ত্রী আরও জানান, “বীরভূমের মানুষকে ধন্যবাদ। আমরা কাল থেকেই কাজ শুরু করব। বীরভূমের মানুষজনই চাকরি পাবেন।” তাঁর ঘোষণা, কয়েক লক্ষ মানুষের চাকরি হবে। অনুসারী শিল্প তৈরি হবে। সেখান থেকে আরও লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.