Advertisement
Advertisement
তৃণমূল

ভোটের আগে থিম সং প্রকাশ, মিউজিক ভিডিওয় বিজেপিকে খোঁচা তৃণমূলের

সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করছেন তৃণমূল প্রার্থীরা।

Mamata Banerjee released a musical video on social media
Published by: Sayani Sen
  • Posted:April 4, 2019 3:01 pm
  • Updated:April 17, 2019 4:10 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ইতিমধ্যেই বেজে গিয়েছে ভোটের বাদ্যি৷ আগামী ১১ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে ভোটগ্রহণের পালাও৷ প্রচারের দিক দিয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থীরা৷ তবে শুরু বাড়ি বাড়ি ঘুরে কিংবা জনসভার মাধ্যমে জনসংযোগেই থামতে নারাজ ঘাসফুল শিবির৷ সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচারে সোশ্যাল মিডিয়াকেও হাতিয়ার করেছেন দলীয় নেতা-কর্মীরা৷ তাই তো ভোটের মুখে সামনে এল আরও একটি নতুন মিউজিক ভিডিও

[ আরও পড়ুন: আরও দুই আবু হেনা-হুমায়ুন কবীর গোঁজ প্রার্থী, মুর্শিদাবাদে যেন ভ্রান্তিবিলাস]

মোট ২.৩৮ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে গ্রামবাংলাকে৷ কীভাবে বাংলার মানুষ দৈনন্দিন জীবনে একটু একটু করে উন্নয়নের পথে এগোচ্ছেন, সে ছবিই ফুটিয়ে তোলা হয়েছে ওই ভিডিওতে৷ বর্তমানে রাজ্যের নিম্ন আয়ের মানুষেরা অনায়াসেই রেশন দোকান থেকে দু’টাকা কেজি দরে চাল পাচ্ছেন৷ রাজ্য সরকার যে প্রত্যেকের জন্যই অন্নসংস্থানের বন্দোবস্ত করে দিয়েছেন, তাও ওই মিউজিক ভিডিওয় তুলে ধরা হয়েছে৷ এছাড়াও ভিডিওতে উল্লেখ করা হয়েছে কন্যাশ্রী, রূপশ্রী, সবুজসাথীর  মতো একাধিক প্রকল্পের কথাও৷ রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেই যে মিউজিক ভিডিও শেষ করে দেওয়া হয়েছে, তা নয়৷ এই ভিডিও-র মাধ্যমে নানা ইস্যুতে বিরোধীদের খোঁচাও দেওয়া হয়েছে৷ গেরুয়া শিবিরের বিরুদ্ধে বারবার ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঘাসফুল শিবির যে কোনওভাবেই ধর্মীয় ভেদাভেদকে প্রশ্রয় দেয় না, তা ওই ভিডিওর মাধ্যমে আরও একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে৷ দেশজুড়ে দাঙ্গার আবহ তৈরি করেছে বিজেপি, নাম না করে এই ইস্যুতেও খোঁচা দেওয়া হয়েছে গেরুয়া শিবিরকে৷

Advertisement

[ আরও পড়ুন: ‘দেশ বাঁচাতে এক্সপায়ারিবাবুকে সরিয়ে ফেলুন’, মোদিকে কটাক্ষ মমতার]

সোমলতা আচার্য এবং রূপম ইসলামের কন্ঠে এই গানটি বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ প্রকাশ পায়৷ লোকসভা নির্বাচনে এটাই তৃণমূলের থিম সং৷ টুইটেই তা প্রকাশ করেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ইতিমধ্যেই নেটদুনিয়ায় বেশ সাড়া ফেলেছে ওই গানটি৷

Advertisement

দেখুন সেই মিউজিক ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ