Advertisement
Advertisement

Breaking News

নীরব মোদি

‘নীরব মোদি একটা গট আপ গেম’, নাম না করে মোদিকে আক্রমণ মমতার

নীরব মোদির গ্রেপ্তারিতে কেন্দ্রের কৃতিত্ব নেই, দাবি মুখ্যমন্ত্রীর৷

Mamata Banerjee slams Narendra Modi Govt. on Nirav Modi's arrest
Published by: Tanujit Das
  • Posted:March 20, 2019 7:51 pm
  • Updated:March 20, 2019 7:51 pm

সন্দীপ চক্রবর্তী: ‘পিএনবি ব্যাংক কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদির দেশ ছেড়ে পালানো এবং নির্বাচনের আগেই লন্ডনে তার গ্রেপ্তার হওয়া, সম্পূর্ণটাই একটা চাল৷ পুরোটাই গট আপ৷’’ বুধবার ঠিক এই ভাষাতেই দিল্লির সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আশঙ্কা প্রকাশ করে জানালেন, পর্দার আড়ালে অন্য কেউ রয়েছে৷ তিনিই এই সমস্ত খেলার মাস্টারমাইন্ড৷ মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন, নির্বাচনে জিততে আগামী দিনে এমন আরও অনেক চমক দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

[দোলে জাল মদ রুখতে তৎপর প্রশাসন, গোয়েন্দা নজরে শহরের দশটি পয়েন্ট ]

Advertisement

এমনকী, তিনি আরও জানান, লন্ডনে পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদির গ্রেপ্তারিতে মোদি সরকারের কোনও ভূমিকা বা কৃতিত্ব নেই৷ বরং দেশকে বিলগ্নিকরণের দিকে ঠেলে দিচ্ছেন প্রধানমন্ত্রী৷ দেশবাসীকে আরও বিপদের দিকে এগিয়ে দিচ্ছেন তিনি৷ দেশের মানুষের সঙ্গে ‘গদ্দারি’ করছেন প্রধানমন্ত্রী৷ কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে মানুষ এই সমস্ত কিছুর উত্তর দেবেন৷

Advertisement

[জোট নিয়ে নয়া কৌশল কংগ্রেসের, ‘শক্তিহীন’ পাঁচটি আসন ছাড়া হল বামেদের জন্য]

উল্লেখ্য, বুধবারই লন্ডনে গ্রেপ্তার হয়েছেন পিএনবি ব্যাংক জালিয়াতি মামলায় অভিযুক্ত পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদি৷ ওই দিনই তাকে তোলা হয় লন্ডনের ওয়েস্টমিনস্টার কোর্টে৷ জামিনের জন্য আদালতের কাছে আপিল করেন ১৪ হাজার কোটি টাকার ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত নীরব মোদি৷ কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি৷ উলটে ২৯ মার্চ পর্যন্ত নীরব মোদিকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারপতি৷ সূত্রের খবর, এই নির্দেশ ঘোষণার সময় বিচারপতি নীরব মোদির আত্মসমর্পণের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন৷ জানান, জামিন পেয়ে গেলে নীরব মোদি আত্মসমর্পন নাও করতে পারেন৷ এবং তথ্য-প্রমাণ নষ্ট করতে পারেন তিনি৷ জানা গিয়েছে, এরপরেও অন্য আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারে নীরব৷ সেক্ষেত্রে তাকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হবে বলেই মত ওয়াকিবহাল মহলের৷ পাশাপাশি, তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের চেষ্টা শুরু করেছে ভারত সরকারও৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ