Advertisement
Advertisement
Abhishek Banerjee

বঞ্চিতদের বকেয়া মেটানোর টাকা কোথায় পেলেন অভিষেক? জবাব দিলেন মমতা

দিন কয়েক আগে ৩ হাজার বঞ্চিতকে আর্থিক সাহায্য পাঠান অভিষেক।

Mamata Banerjee speaks about how Abhishek Banerjee paid MNREGA workers
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 29, 2023 4:19 pm
  • Updated:November 29, 2023 4:46 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দিল্লি গিয়েছিলেন বহু মানুষ। ইতিমধ্যেই তাঁদের বকেয়া মেটাতে শুরু করেছেন সাংসদ। কিন্তু এই টাকার উৎস কী? তা নিয়ে স্বাভাবিকভাবেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। বুধবার তার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, টাকার ব্যবস্থা করছেন সাংসদরাই।

বুধবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার দলের প্রত্যেক সাংসদ এক লক্ষ করে টাকা দিয়েছেন। সেই টাকা দিয়ে যে তিনহাজার মানুষ গিয়েছিলেন অভিষেকের সঙ্গে, তাঁদের বকেয়া টাকা মেটানো হচ্ছে।” সাংসদরা সকলে মিলে এই বঞ্চিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন বলে এদিন বিধানসভায় জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন:‘শুভেন্দুকে সাসপেন্ড করলেও মানুষকে চুপ করানো যাবে না’, ধর্মতলা থেকে মমতাকে বার্তা শাহর ]

প্রসঙ্গত, ১০০ দিনের কাজের মতো কেন্দ্র-রাজ্য যৌথ প্রকল্পের কাজ হওয়া সত্ত্বেও বাংলার শ্রমিক, কৃষকরা প্রাপ্য বকেয়া পাননি। সেই বকেয়ার দাবিতে বঞ্চিতদের নিয়ে দিল্লি পর্যন্ত গিয়েছিল শাসকদল তৃণমূল (TMC)। যার নেতৃত্বে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অক্টোবরের একেবারে প্রথম দিকে ২ দিন ধরে দিল্লিতে (Delhi) কর্মসূচি ছিল তৃণমূলের। তাঁদের কৃষিভবন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। সেখানে কেন্দ্রের তরফে কোনও আশ্বাস না পাওয়ায় কলকাতায় ফিরে রাজভবনের সামনে ধরনায় বসেন অভিষেক। সঙ্গে বঞ্চিতরা। ৩ অক্টোবর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কেন্দ্র বকেয়া টাকা না মেটালে নিজের তহবিল থেকেই তাঁদের আর্থিক সাহায্য দেবেন। সম্প্রতি সেই কথা রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সোমবার ৩ হাজার বঞ্চিতর কাছে পৌঁছে গিয়েছে অভিষেকের চিঠি ও আর্থিক সাহায্য।

Advertisement

[আরও পড়ুন: হেফাজতে জ্যোতিপ্রিয়, সংগঠন সামলাতে উত্তর ২৪ পরগনায় কোর কমিটি গঠন মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ