কৃষ্ণকুমার দাস: আগামীবছর বিধানসভা নির্বাচন। তার আগে রাশ নিজের হাতে রেখেই দলীয় সংগঠন আরও জোরদার করার পথে হাঁটছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভায় দলের পরিষদীয় বৈঠকে তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দেন, দলে তিনিই শেষ কথা। নির্বাচনে কারা টিকিট পাবে, সংগঠনের তৃণমূল স্তরে সময়ের দাবি মেনে কখন এবং কতটা রদবদল করা হবে, সেই সমস্ত সিদ্ধান্ত তিনিই নেবেন।
নির্বাচনের প্রার্থীতালিকা প্রকাশিত হতেই অধিকাংশ ক্ষেত্রেই প্রকাশ্যে চলে আসে গোষ্ঠীকোন্দল। কোন মাপকাঠিতে টিকিট, তা নিয়ে প্রশ্ন তোলেন খোদ দলেরই নেতা-কর্মীরা। সোমবার পরিষদীয় দলের বৈঠকে এবিষয়েই নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, যিনি মানুষের সঙ্গে থাকবেন, তিনিই টিকিট পাবেন। এখানে অন্য কোনও মাপকাঠি নেই। উদাহরণ টানলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের। প্রশংসা করে বললেন, “মোশারফ যেভাবে বুথে বুথে বসে কাজ করেছেন, সেটা প্রশংসা যোগ্য। এইভাবে বুথে বুথে কাজ করতে হবে।” অগ্নিকাণ্ড হোক বা অন্য় কোনও সমস্যা, যে কোনও পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিলেন। বুঝিয়ে দিলেন, দলের রাশ তাঁর হাতেই রয়েছে, থাকবে। তিনিই শেষ কথা। সংগঠনের তৃণমূল স্তরেও রদবদলের ইঙ্গিত দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “কে ব্লক সভাপতি হবে, কে কোন পদে থাকবে, তা আমি ঠিক করব।” বুঝিয়ে দিলেন, নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের সমস্ত শাখা সংগঠনের সভাপতি পদে বদল করা হবে।
এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যদি কোনও বিধায়ক মনে করেন যে তাঁর এলাকায় দলে সাংগঠনিক স্তরে কিছু বদলের প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে তাঁরা প্রস্তাব পেশ করতে পারবেন। কোথায় এবং কীভাবে? দলনেত্রী জানান, এই মর্মে সভাপতি পদের জন্য তিনজনের নাম জমা দিতে হবে। আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে নামের তালিকা দিতে হবে মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে। সেই তালিকা মোতাবেক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো। অর্থাৎ দলের রদবদল থেকে নির্বাচনের টিকিট সবকিছুর শেষ সিদ্ধান্ত নেবেন তিনিই, এদিন তা স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.