Advertisement
Advertisement
Mamata Banerjee

স্বাস্থ্য নিয়ে প্রশ্নের উত্তর দেবেন মুখ্যমন্ত্রী, আগামী কয়েকদিন কী হতে চলেছে বিধানসভার কার্যাবলি?

কেন্দ্রীয় আবাস যোজনা, ওয়াকফ বিল নিয়ে আলোচনা হবে বিধানসভা অধিবেশনে।

Mamata Banerjee will reply questions on Health in Assembly on November 28

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:November 27, 2024 3:56 pm
  • Updated:November 27, 2024 6:51 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বহু প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষত স্বাস্থ্যবিভাগের নিরাপত্তা এবং দুর্নীতি নিয়ে একের পর এক অভিযোগ তুলেছে বিরোধী শিবির। এনিয়ে আন্দোলনও কিছু কম হয়নি। রাজ্য সরকারও এই সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। স্বাস্থ্যদপ্তরে বহু রদবদল করা হয়েছে। তা সত্ত্বেও বিরোধীদের প্রশ্নের শেষ নেই। এই পরিস্থিতিতে রাজ্য বিধানসভায় চলছে শীতকালীন অধিবেশন। আর বৃহস্পতিবার সেই অধিবেশন থেকে স্বাস্থ্যদপ্তরের সমস্ত প্রশ্নের জবাব দেবেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে। এমনই খবর বিধানসভা সূত্রে।

সদ্যসমাপ্ত ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার তাঁর শপথ। তাতে আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন তিনি যাবেন রাঁচি, হেমন্তের শপথে অংশ নিতে। সূত্রের খবর, ওইদিন প্রথমার্ধ্বে বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তার পর রাঁচি যাওয়ার বিমান ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর জবাবের দিকে নজর বিরোধীদেরও। এছাড়া আগামী কয়েকদিন বিধানসভা অধিবেশনে কী কী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, তার রূপরেখাও তৈরি হয়েছে।

Advertisement

শুক্রবার কেন্দ্রীয় আবাস যোজনায় বঞ্চনা নিয়ে প্রস্তাবের উপর বিধানসভায় আলোচনা হবে। সোম ও মঙ্গল দুদিন কেন্দ্রের ওয়াকফ বিলের উপর আলোচনার কথা। আগেই ওয়াকফ বিলের বিরোধিতা করেছে বাংলার শাসকদল তৃণমূল। তবে ঠিক কোন কোন জায়গায় বিরোধিতা হবে, তা নিয়ে দুদিন ধরে আলোচনা হওয়ার কথা। বিরোধীদেরও অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে, সংসদ অধিবেশনেও ওয়াকফ বিল নিয়ে আলোচনা হলে তৃণমূলের সংসদীয় কমিটি বিরোধিতা করবে বলে দলীয় স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement