১৪ চৈত্র  ১৪২৯  বুধবার ২৯ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

আগামী সপ্তাহেই পুরীতে জগন্নাথ দর্শনে মুখ্যমন্ত্রী, নবীন পট্টনায়েকের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা

Published by: Subhajit Mandal |    Posted: March 17, 2023 1:11 pm|    Updated: March 17, 2023 4:53 pm

Mamata Banerjee will visit Jagannath temple next week | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী সপ্তাহেই ওড়িশা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যেই তাঁর যাত্রা। প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর এই সফর ব্যক্তিগত। তৃণমূল সূত্র অবশ্য বলছে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত সফরে গেলেও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের (Naveen Patnaik) সঙ্গে দেখা করতে পারেন তিনি। 

প্রশাসনিক সূত্রের খবর, ২১ মার্চ ভুবনেশ্বর পৌঁছতে পারেন মমতা। পর দিন, ২২ তারিখ পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) পুজো দিতে যেতে পারেন মুখ্যমন্ত্রী। ২৩ ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে চলেছে। শেষ পর্যন্ত যদি নবীন পট্টনায়েকের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়, তাহলে সেটা রাজনৈতিকভাবে ভীষণ তাৎপর্যপূর্ণ হবে। এর আগে ২০২০ সালে একবার ওড়িশার (Odisha) মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এরাজ্যের মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: বাম জমানায় চিরকুটে চাকরি পেয়েছেন কারা? তালিকা তৈরির নির্দেশ ব্রাত্যর]

নবীন পট্টনায়েকের দল বিজেডি বরাবরই জাতীয় স্তরের দুই দল কংগ্রেস (Congress) এবং বিজেপির (BJP) সঙ্গে সমদূরত্ব বজায় রাখার পন্থা নিয়ে চলে। জাতীয় রাজনীতিতে সেভাবে অংশও নেয় না বিজেডি। কিন্তু ইদানিং রাজ্য রাজনীতির স্বার্থে নবীনের বিজেপি বিরোধিতা খানিকটা বেড়েছে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই আঞ্চলিক দলগুলিকে শক্তিশালী করার পক্ষে। বিজেপির বিরুদ্ধে সব আঞ্চলিক দলকে একত্রিত করার ডাক আগেই দিয়েছেন তিনি। ইদানিং কংগ্রেসের সঙ্গেও তৃণমূলের দূরত্ব বেশ চর্চিত। বস্তুত এই মুহূর্তে প্রায় একই রাজনৈতিক অবস্থানে রয়েছে তৃণমূল এবং বিজেডি। এই পরিস্থিতিতে মমতা-নবীনের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ হতে পারে।

[আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত ভোট, আজ কালীঘাটে দলীয় নেতাদের নিয়ে বৈঠক মমতার, থাকবেন অভিষেকও]

তাৎপর্যপূর্ণভাবে শুক্রবারই কলকাতায় এসে মমতার সঙ্গে দেখা করতে এসেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। ২০২৪ সালে দেশজুড়ে অ-বিজেপি জোট গঠন নিয়ে অখিলেশের সঙ্গে কথা হতে পারে মমতার। আগামী দিনে ওড়িশার শাসকদলকেও সেই জোটে শামিল করার চেষ্টা করছে বিরোধীরা। সেই প্রেক্ষিতে মমতা-নবীনের সম্ভাব্য সাক্ষাতের গুরুত্ব আরও বেড়ে যায়।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে