সন্দীপ চক্রবর্তী: দক্ষিণেশ্বরের নজরকাড়া স্কাইওয়াকে পান-গুটখার পিক ফেলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বুধবার বিকেলে নবান্নের সভাগৃহ থেকে রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷ এই কাজে স্থানীয় ক্লাব ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি৷ রাস্তা-ঘাটে নোংরা কিংবা পান-গুটখার পিক ফেললে মোটা অংকের জরিমানা নেওয়ারও বার্তা দেন৷ বলেন, ‘‘যে নোংরা করে, তাকে দিয়েই পরিষ্কার করাবেন৷ দেখবেন, কেউ যেন হিংসা করে নোংরা না করে৷’’
[ঘূর্ণিঝড় ‘গাজা’র ধাক্কা, বৃহস্পতিবার থেকে উধাও শীতের শিরশিরানি]
দক্ষিণেশ্বরের নয়া স্কাইওয়াকে পানের পিক ফেলার ঘটনায় উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উদ্বোধনের পরের দিনই কেউ পানের পিক ফেলছে। কুশল চৌধুরি জানান। ওরা ট্রাস্টি সিদ্ধান্ত নিয়েছে, যে নোংরা করবে তাকেই সাফ করতে হবে, জরিমানা নেওয়া হবে। ক্লাবগুলি এলাকা সাফ করতে ভূমিকা নিক৷ ক্লাবগুলি অনেক কাজ করে৷ যদি এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজেও ক্লাবগুলি নজর দেয়, তাহলে এলাকা নোংরা করার সাহস পারে না৷’’
[রাজনৈতিক ফাঁসে রাজ্যের নামবদল, কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রী]
এদিন নবান্নের সভাঘর থেকে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান ও বারুইপুরে নবনির্মিত সংশোধনাগারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলার এত দেনা না করলে বাংলা ভারতকে চালাত৷ ভারতবর্ষকে নোংরা করে স্বচ্ছ ভারত গড়া যায় না। দিল্লি তো শুধু তিনটে দপ্তর চালায়৷’’ উৎসব নিয়েও এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আজ, দুর্গাপুজো গোটা ভারতে সব থেকে বড় উৎসবে পরিণত হয়েছে৷ আগামী বছর দুর্গাপুজো আরও বড়ভাবে হবে৷ এখনও থেকেই তার প্রস্তুতি শুরু করেদিন৷ আমি মনে করি, উৎসব উৎসবে টেক্কা দেবে৷’’
[অভিনেত্রীর বাড়িতে পরিচারিকার রহস্যমৃত্যু, খুন না আত্মহত্যা ধন্দে পুলিশ]