Advertisement
Advertisement

Breaking News

কাজ ফেলে রাখা যাবে না, মন্ত্রীদের কড়া নির্দেশ মমতার

মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সহকর্মীদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, দফতরের কোনও কাজ ফেলে রাখা যাবে না৷ ফাইল যেন কোথাও আটকে না থাকে৷

Mamata's minister starts working after oath
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 28, 2016 4:43 pm
  • Updated:June 22, 2022 5:17 pm

স্টাফ রিপোর্টার: শপথ নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতো কাজে নেমে পড়েছেন বিভিন্ন দফতরের মন্ত্রীরা৷ মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সাবইকে দফতর বণ্টন করেন মুখ্যমন্ত্রী৷ অনেক মন্ত্রীই বৈঠক শেষে সন্ধ্যায় নিজেদের দফতরের প্রধান সচিব ও শীর্ষ অফিসারদের সঙ্গে বৈঠক করে নেন৷

কারণ, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সহকর্মীদের কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, দফতরের কোনও কাজ ফেলে রাখা যাবে না৷ ফাইল যেন কোথাও আটকে না থাকে৷ সময়ের কাজ সময়েই করতে হবে৷ পারলে নির্দিষ্ট সময়ের আগেই তা শেষ করুন৷ নেত্রীর নির্দেশ পাওয়ার পরমুহূর্ত থেকেই সংশ্লিষ্ট দফতরের কাজে নেমে পড়েছেন সমস্ত মন্ত্রীরা৷

Advertisement

শনিবার রাজ্য সরকারের ছুটি থাকলেও অনেক মন্ত্রী নিজের বাড়িতেই অফিসারদের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে নিয়েছেন৷ তবে আনুষ্ঠানিকভাবে অধিকাংশ মন্ত্রী সোমবার থেকে পুরোদমে কাজ করবেন৷ শনি ও রবিবার অধিকাংশ মন্ত্রী নিজের কেন্দ্রে দলীয় নানা কর্মসূচিতে অংশ নেবেন৷

Advertisement

মুখ্যমন্ত্রী মমতার দ্বিতীয় ইনিংসের মন্ত্রিসভায় এবার ১৮ জন নতুন মন্ত্রী হয়েছেন৷ মন্ত্রী অরূপ বিশ্বাস আগে মন্ত্রী ছিলেন৷ কিন্তু এবার পুরনো মন্ত্রকের সঙ্গে পূর্ত দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন৷ সন্ধ্যায়ই দফতরের সচিব ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক করেন৷ পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নিজের পুরনো দফতরই পেয়েছেন৷ স্বভাবতই মন্ত্রিসভার বৈঠকের পর সোজা চলে আসেন মহাকরণে৷ কথা বলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে৷

শোভনদেব চট্টোপাধ্যায় এবার রাজ্যের বিদ্যুৎমন্ত্রী৷ দায়িত্ব পাওয়ার পরই শুক্রবার সন্ধ্যায় পৌঁছে গিয়েছিলেন নিজের দফতরে৷ বৈঠক করেন আধিকারিকদের সঙ্গে৷ নয়া বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন, “প্রত্যেকের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে চাই৷ বিদ্যুতের উৎপাদন বাড়ানোই মূল লক্ষ্য৷ দফতর চালাতে মণীশ গুপ্তর পরামর্শ নেব৷”

শুক্রবারই নিজের দফতরে যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ সেখানে তাঁকে সংবর্ধনা দেন কর্মীরা৷ কথা বলেন পুরনো সহকর্মীদের সঙ্গে৷ মেয়র শোভন চট্টোপাধ্যায় মন্ত্রী হিসাবে পেয়েছেন আবাসন, পরিবেশ এবং দমকল দফতর৷ সোমবার থেকে দফতর যাবেন বলে জানান তিনি৷  নতুন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার সকালে যাবেন পরিবহণ মন্ত্রকের দফতরে৷ দফতর একই থাকায় কাজে ডুব দিয়েছেন সুব্রত মুখোপাধ্যায়ও৷

ব্রাত্য বসুকে তথ্য ও প্রযুক্তি দিয়ে তাঁর পর্যটন গৌতম দেবকে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ উত্তরবঙ্গ উন্নয়ন দফতর গিয়েছে নতুন মন্ত্রী কোচবিহারের নেতা রবীন্দ্রনাথ ঘোষের হাতে৷ কৃষি বিপণন দফতর পেয়েছেন তপন দাশগুপ্ত৷ দফতর পাওয়ার পর গতকালই তিনি কথা বলেছেন আধিকারিকদের সঙ্গে৷ দায়িত্ব পাওয়ার পরই প্রত্যেকেই মন দিয়েছেন নিজ নিজ দফতরের কাজে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ