আকাশনীল ভট্টাচার্য: শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। অভিযোগ দায়ের করেছেন শিশুকন্যার মা নিজে। অভিযুক্ত স্বামীর নাম বিপ্লব সাহু। বরাহনগর থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নমিতা সাহু নামে ওই মহিলা।
চা বাগানের নালায় দেখা মিলল চিতা শাবকদের, আতঙ্কে শ্রমিকরা
বরাহনগরের নিয়োগীপাড়ার বাসিন্দা নমিতা সাহু। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁর এবং তাঁর শিশুকন্যার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে বিপ্লব সাহু। এমনকী, নিজের শিশুকন্যার উপরে নাকি যৌন নির্যাতনও চালাত সে। দিনের পর দিন আর এই অত্যাচার মেনে নিতে পারেননি নমিতা। শেষমেশ গত মঙ্গলবার বরাহনগর থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
তৃতীয় ভারতীয় বংশোদ্ভূত মহিলা হিসেবে মহাকাশে পাড়ি দিচ্ছেন সাওয়ানা
অভিযোগ পেয়েই তদন্তে নেমে পড়ে বরাহনগর থানার পুলিশ। বিপ্লব সাহুকে গ্রেফতার করা হয়েছে। প্রথমে তাঁকে জেরা করা হবে। পরে আদালতে তোলা হবে। নমিতার সঙ্গেও এবিষয়ে বিস্তারিত কথা বলতে পারে পুলিশ। তদন্তে স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হতে পারে পাড়া-প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনকেও।
শশী-পন্নিরের লড়াইয়ে উলুখাগড়া শতাধিক বিধায়ক, পলাতক ১