৯ আশ্বিন  ১৪৩০  বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

সামান্য গুটখার জন্য গুলি! ৭ বছরের জেল যুবকের

Published by: Subhamay Mandal |    Posted: December 1, 2018 5:28 pm|    Updated: December 1, 2018 5:28 pm

Man shot over Gutka row

অর্ণব আইচ: সামান্য গুটখার জন্য গুলি চালিয়ে খুনের চেষ্টা! সাত বছর আগে রবীন্দ্রনগর থানা এলাকার সেই ঘটনায় দোষী যুবকের সাত বছর সশ্রম কারাদণ্ড হল। ২০১১-র ২৫ জানুয়ারি নিজের দর্জির দোকানে কাজ করছিলেন মহম্মদ ইবরার আলম। সকাল দশটা নাগাদ দোকানে হাজির হয় মহম্মদ রাজু নামে এক যুবক। এসেই ইবরারের কাছে সে গুটখা চায়। কিন্তু গুটখা না থাকায় তাকে তা দিতে পারেননি ইবরার। এরপর দু’জনের ঝগড়া বাধে। পকেট থেকে রিভলবার বের করে রাজু খুব কাছ থেকে ইবরারের ডান পেটে গুলি চালায়। স্থানীয়রা ইবরারকে সিএমআরআই হাসপাতালে নিয়ে যান। প্রায় দু’সপ্তাহ ধরে তাঁর চিকিৎসা চলে। খুনের উদ্দেশে গুলি চালানোর অভিযোগে ৩০৭ ধারায় মামলা রুজু হয়।

[আইনজীবী রজত দে খুনে জড়িত সন্দেহে গ্রেপ্তার স্ত্রী অনিন্দিতা]

শুক্রবার সেই মামলায় অভিযুক্তকে সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আলিপুর আদালত। সিএমআরআইয়ে ভর্তি থাকা অবস্থায় বয়ান দেন ইবরার। এরপর রাজুকে গ্রেপ্তার করে রবীন্দ্রনগর থানার পুলিশ। দীর্ঘ সময় বিচার চলে। মহম্মদ ইবরারের পক্ষে জোরালো সওয়াল করেন সরকারি আইনজীবী স্বপনকুমার পাঠক। রাজুকে দোষী সাব্যস্ত করেছেন আলিপুর ফাস্ট ট্রাক আদালত। বিচারক রাজশ্রী বসু অধিকারী রাজুর সাত বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

[ভুয়ো কল সেন্টার খুলে কোটি টাকার প্রতারণা, গোয়েন্দাদের জালে ৪ অভিযুক্ত]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে