Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee Manik Majumdar

করোনার থাবায় প্রাণ গেল দীর্ঘদিনের সঙ্গী-সহকর্মী মাণিক মজুমদারের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসের দায়িত্বে ছিলেন মাণিকবাবু।

Manik Majumdar long time aide of Bengal CM Mamata Banerjee dies of corona infection ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 2, 2021 12:18 pm
  • Updated:January 2, 2021 1:29 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজনৈতিক মহলে ফের করোনার (Coronavirus) থাবা। আর তার জেরে প্রাণ গেল মুখ্যমন্ত্রীর বাড়ির অফিসের দায়িত্বে থাকা দীর্ঘদিনের সঙ্গী মাণিক মজুমদারের। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে শোকজ্ঞাপন করেছেন তিনি।

বেলেঘাটা আইডি হাসপাতালে ভরতি ছিলেন মাণিক মজুমদার (Manik Majumdar)। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েকদিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। কোভিড টেস্ট করিয়ে জানা যায় মারণ ভাইরাস তাঁর শরীরে বাসা বেঁধেছে। হাসপাতাল সূত্রে খবর, উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল তাঁর। করোনার ফলে সেই সমস্যা আরও বেড়ে যায়। তাই সপ্তাহখানেকের জীবনযুদ্ধের পরেও শেষরক্ষা হয়নি। শনিবার সকালে হাসপাতালেই প্রাণ হারান তিনি। সমস্ত কোভিড সতর্কতা মেনেই হবে শেষকৃত্য।

Advertisement

[আরও পড়ুন: বিনোদন কর না দিলে বাতিল ট্রেড লাইসেন্স, রাজস্ব সংগ্রহে আইনি প্রক্রিয়া শুরু করল KMC]

মাণিকবাবুর মৃত্যুতে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে শোকজ্ঞাপন করেছেন তিনি। “মাণিকদার হাসিমুখ আর কেউ দেখতে পাবে না” বলে টুইটে আক্ষেপও করেছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

মাণিক মজুমদারের মৃত্যুর জেরে শনিবার তৃণমূলের (TMC) সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। এদিন বেলা ১২টা নাগাদ জেলাস্তরে বৈঠক ছিল, তাও বাতিল করা হয়েছে। এছাড়াও প্রতিটি দলীয় কার্যালয়ে পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: ফের দুর্নীতি রেলে, বালিগঞ্জের বুকিং আধিকারিকের বিরুদ্ধে কারচুপির অভিযোগ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ