ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের কলকাতায় আগুন। হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি আবাসনে অগ্নিকাণ্ড। বহুতলের ছাদে আগুন লেগে যায় বলেই খবর। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন। আবাসিকদের আবাসন থেকে বের করে দেওয়া হয়েছে।
ঘড়ির কাঁটায় দুপুর ১টা ৩০ মিনিট। শুক্রবার দুপুরে মিন্টো পার্কের কাছে ৯ হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলের ছাদ থেকে গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। অভিজাত ওই বহুতলের ছাদে স্টোররুমে আগুনের লেলিহান শিখাও দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় দমকলে। মিনিট দশেকের মধ্যে একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় ওই বহুতল থেকে আবাসিকদের বের করে দেওয়া হয়। আতঙ্কিত আবাসিকরা। প্রাণভয়ে কোনওক্রমে বাইরে বেরিয়ে আসেন তাঁরা।
আবাসিকদের দাবি,গিজার থেকে সম্ভবত শর্ট সার্কিট হয়েছে। তার জেরে আগুন লেগে যায়। ওই বহুতলের পাশেই রয়েছে নামী বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি স্কুল। তাই আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকে নজর রেখেছেন দমকল কর্মীরা। একটি সংবাদমাধ্যমে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, আপাতত ওই বহুতলটির আগুন নিয়ন্ত্রণে। চলছে কুলিং প্রসেস। অগ্নিকাণ্ডের জেরে ওই বহুতল লাগোয়া রাস্তায় আপাতত যানচলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.