Advertisement
Advertisement

Breaking News

Dhakuria

ঢাকুরিয়া রেললাইনের ধারে ঝুপড়িতে আগুন, শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

দমকলের ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা।

Massive fire broke out in Dhakuria
Published by: Sayani Sen
  • Posted:March 27, 2024 2:14 pm
  • Updated:March 27, 2024 2:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঢাকুরিয়া রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন। পুড়ে ছাই ১৫-২০টি ঝুপড়ি। গৃহহারা বহু। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। ব্যাহত শিয়ালদহ দক্ষিণ শাখার রেল চলাচল। ভোগান্তির শিকার যাত্রীরা। 

বুধবার দুপুরে আচমকাই কালো ধোঁয়ায় ঢেকে যায় ঢাকুরিয়া ঝুপড়ি। স্থানীয়দের দাবি, কিছু বুঝে ওঠার আগে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। কমপক্ষে ২-৩টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পাওয়া যায় বলেই দাবি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। খবর দেওয়া হয় দমকলে। একে একে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

Advertisement

[আরও পড়ুন: ভোটে চড়বে তাপমাত্রার পারদও, ভোটারদের সুবিধার্থে একগুচ্ছ পদক্ষেপ কমিশনের]

অগ্নিকাণ্ডের জেরে কমপক্ষে ১৫-২০টি ঝুপড়ি পুড়ে ছাই। গৃহহারা বহু। মাথায় হাত ক্ষতিগ্রস্তদের। ঝুপড়িতে অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। স্থানীয়দের দাবি, খবর দেওয়ার পরেও দমকল বেশ কিছুটা দেরিতে ঘটনাস্থলে পৌঁছয়। সে কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এদিকে, অগ্নিকাণ্ডের জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় বন্ধ রেল চলাচল। ভোগান্তির শিকার বহু যাতায়াতকারী। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ট্রেন চালানো যাবে না বলেই দাবি ক্ষতিগ্রস্তদের। অগ্নিকাণ্ড সামাল দেওয়া গেলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেই জানায় রেল কর্তৃপক্ষ।

Advertisement

[আরও পড়ুন: দিলীপের বিরুদ্ধে কমিশনে গিয়ে বেলাগাম কুণাল, ফের শুভেন্দুকে ‘বাবা’ তুলে আক্রমণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ