Advertisement
Advertisement
Fire

ট্যাংরার বসতিতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আতঙ্কে হুড়োহুড়ি বাসিন্দাদের

যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আনার চেষ্টায় দমকলের কর্মীরা।

Massive fire broke out in Tangra | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 24, 2022 3:46 pm
  • Updated:April 25, 2022 3:09 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ট্যাংরায় বিধ্বংসী আগুন (Tangra Fire)। রবিবার দুপুরে দাউদাউ করে জ্বলে উঠল ট্যাংরার ক্রিস্টোফার রোডের বসতি। কালো ধোঁয়ায় মুড়ে গিয়েছে গোটা এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। যু্দ্ধকালীন তৎপরতায় চলছে আগুন আয়ত্তে আনার কাজ। 

Advertisement

 জানা গিয়েছে, রবিবার দুপুরে আচমকা ট্যাংরার ক্রিস্টোফার রোডের বসতি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই কালো ধোঁয়ায় মুড়ে যায় আকাশ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর দেওয়া হয় দমকলে। তবে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দাউদাউ করে জ্বলে ওঠে বসতির বেশ কয়েকটি ঘর। শোনা যায় বিকট শব্দ। অনুমান, বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। যার জেরে দ্রুতগতিতে ছড়াতে থাকে আগুনের লেলিহান শিখা। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগে স্থানীয়রাই আগুন আয়ত্তে আনার কাজে হাত লাগায়।  

Advertisement

[আরও পড়ুন: উপাচার্যের বাড়ির সামনে আন্দোলন স্থগিত পড়ুয়াদের, ছেলের মৃত্যুতে CBI তদন্তের দাবি বাবার]

এদিকে প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের ২ টি ইঞ্জিন। গিয়েই যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করে। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় কাজ শুরু করতেই বেশ বেগ পেতে হয়। ধাপে ধাপে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। শেষ পাওয়া খবর অনুয়ায়ী, ১০ ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে। পাশাপাশি বসতির পাশেই আবাসনের ছাদ থেকে জল দেওয়া হচ্ছে আগুন নেভাতে। এদিকে একে একে বসতি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বাসিন্দাদের। দমকলের ভূমিকায় ক্ষুব্দ বাসিন্দাদের একাংশ। 

জানা গিয়েছে, একটি বন্ধ কারখানায় এদিন প্রথমে আগুন ধরে। সেই আগুনই ছড়িয়ে পড়ে বসতিতে। আগুন যেভাবে ছড়াচ্ছে তাতে বসতির পাশের আবাসন, গুদামে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।  দমকলের তরফে জানানো হয়েছে, যতদ্রুত সম্ভব আগুন অ্যারেস্টের চেষ্টা চলছে।  

[আরও পড়ুন: ‘অনভিজ্ঞ’দের নেতৃত্বে দুর্বল হচ্ছে বঙ্গ বিজপি! সাংগঠনিক বদল চাইছেন অধিকাংশ সাংসদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ