Advertisement
Advertisement
Fire

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দাউদাউ আগুনে আতঙ্ক ছড়াল কেষ্টপুরের বাজারে

বাজারের ঘিঞ্জি এলাকায় আগুন আতঙ্কে পালাতে গিয়ে হুড়োহুড়ি পড়ে যায়।

Massive fire engulfs at a market place at Kestopur, panic among the people | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sucheta Sengupta
  • Posted:December 21, 2023 1:31 pm
  • Updated:December 21, 2023 2:29 pm

বিধান নস্কর, দমদম: ভরা বাজারে আচমকা সিলিন্ডার বিস্ফোরণ। দাউদাউ আগুনে (Fire) ব্যাপক আতঙ্ক ছড়াল কেষ্টপুরে। বৃহস্পতিবার দুপুর নাগাদ কেষ্টপুরের রবীন্দ্রপল্লির (Kestopur) বাজারে আচমকাই আগুন চোখে পড়ে আশেপাশের বাসিন্দাদের। হুলুস্থুল পড়ে যায় ক্রেতাদের মধ্যে। বাজার থেকে নিরাপদে বেরিয়ে আসতে হুড়োহুড়ি শুরু হয়। জানা গিয়েছে, আগুন আতঙ্কে ৫, ৬ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়। তবে ঘিঞ্জি এলাকা হওয়ায় বাধার মুখে পড়েন দমকল কর্মীরা। প্রতিকূলতার মধ্যেই কাজ করেন তাঁরা।  পর পর একাধিক সিলিন্ডার বিস্ফোরণ (Cylinder Blast) হয়েছে বলেই প্রাথমিক অনুমান দমকল বাহিনীর। কিন্তু কীভাবে বিস্ফোরণ, তা এখনও বোঝা যাচ্ছে না বলেই জানা যাচ্ছ। 

Advertisement

[আরও পড়ুন: অনুপস্থিত আইনজীবীদের একাংশ, ২৪ মিনিট পর এজলাস ছেড়ে বেরলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়]

প্রত্যক্ষদর্শী সুদীপ সরকার জানাচ্ছেন, বাজারের  একটি চপের দোকানে থাকা সিলিন্ডার ফেটে যায়। সেখান থেকে আগুন ছড়িয়ে আরও কয়েকটি সিলিন্ডারে লাগে। পর পর বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের দুটি ইঞ্জিন (Fire Tenders) ঘটনাস্থলে গিয়ে কাজে নামে। বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে ব্যবসায়ীদের অনুমান, ভালোই ক্ষতি হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ‘মানসিক চাপ দিচ্ছে CID’, রাষ্ট্রপতিকে চিঠিতে অভিযোগ বিচারপতি সিনহার স্বামীর]

আগুনের খবর পেয়ে বিধাননগর পুলিশের ডিসি ঐশ্বর্য সাগর (বিমানবন্দর এলাকা) ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি দাঁড়িয়ে থেকে অগ্নিনির্বাপণের কাজ দেখেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ