Advertisement
Advertisement

Breaking News

দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের তদন্তে বিশেষ কমিটি

নবান্নে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ৷

Medical College fire: State govt. forms investigation team
Published by: Kumaresh Halder
  • Posted:October 3, 2018 4:30 pm
  • Updated:October 3, 2018 4:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷ দুর্ঘটনার কারণ জানতে পূর্ত ও দমকল বিভাগ পৃথক পৃথক ভাবে তদন্ত করে নবান্নে রিপোর্ট জমা দেবে৷ আগামী এক সপ্তাহের মধ্যে পাঁচ সদস্যের তদন্ত কমিটিও আলাদা ভাবে রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে৷ নিছক দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? জানতে আজ থেকে নবান্নের গড়ে দেওয়া বিশেষ কমিটি তদন্তের কাজে হাত লাগাব বলে জানা গিয়েছে৷

[মুখ্যমন্ত্রীর নির্দেশে নাগেরবাজার বিস্ফোরণ কাণ্ডের তদন্তে সিআইডি]

জানা গিয়েছে, বুধবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের উলটো দিকে একটি ওষুধের দোকানে আগুন লাগে৷ আগুনে ভস্মীভূত হয়ে যায় পাঁচ কোটির ওষুধ ও চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী৷ আনুমানিক প্রায় ৮০ শতাংশ ওষুধ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে৷ হাসপাতাল সূত্রে খবর, এদিনের আগুনে নষ্ট হয়েছে প্রায় এক মাসের মজুত ওষুধ৷ এদিন সাতসকালে হাসপাতালের অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও পরিজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ হাসপাতাল কর্মীদের তৎপরতায় রোগীদের নিরাপদে মানিয়ে আনা সম্ভব হলেও রোগীদের রাখার ব্যবস্থা না থাকায় এদিন চূড়ান্ত ক্ষোভে ফেটে পড়েন রোগী পরিবারের সদস্যরা৷ দমকলের ১০টি ইঞ্জিনের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷

Advertisement

[‘বেড ছেড়ে জাপটে ধর, প্রাণে বাঁচতে এক্ষুনি পালাই’]

Advertisement

কিন্তু কীভাবে ঘটল গোটা ঘটনা? নিছক দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত? অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক কাজ করছিল কি না, পরিকাঠামোগত সমস্যা ছিল কি না? তাও খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে৷ কেননা, ভবনটি ব্রিটিশ আমলে তৈরি৷ ভবনটির দেখভালের দায়িত্ব ছিল পূর্ত দপ্তরের৷ এক্ষেত্রে পূর্ত দপ্তরের কোনও গাফিলতি ছিল কি না তাও খতিয়ে দেখা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে৷

ছবি: অরিজিৎ সাহা৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ