Advertisement
Advertisement

Breaking News

চরমে হিন্দু হোস্টেল বিতর্ক, PWD-র সঙ্গে বৈঠক প্রেসিডেন্সি কর্তৃপক্ষের

বৈঠকে থাকবেন অনশনকারীরাও৷

Meet in Presidency University over Hindu Hostel row
Published by: Tanujit Das
  • Posted:October 5, 2018 12:04 pm
  • Updated:October 5, 2018 12:04 pm

দীপঙ্কর মণ্ডল: হিন্দু হোস্টেলের দাবিতে প্রেসিডেন্সিতে পড়ুয়াদের অনশন চলছেই। এমত পরিস্থিতিতে শুক্রবার PWD-র সঙ্গে বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ সূত্রের খবর, সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে ছাত্র প্রতিনিধিদেরও৷ যেহেতু হিন্দু হোস্টেল নির্মাণের দায়িত্বে PWD রয়েছে, সেহেতু পড়ুয়াদের সঙ্গে নির্মাণ কর্তৃপক্ষের সরাসরি কথা বলিয়ে দিয়ে, দীর্ঘ কয়েকমাস ধরে চলা অচলাবস্থার উন্নতি করতে চাইছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এই বৈঠকের মাধ্যমেই পড়ুয়ারা সরাসরি PWD-র কাছ থেকে জেনে নিতে পারবেন, কেন হিন্দু হস্টেল পুনর্নির্মাণে দেরি হচ্ছে৷ কবে এই হোস্টেল ব্যবহার করতে পারবেন পড়ুয়ারা৷ পাশাপাশি, শুক্রবার আরও দু’জন অনসনরত ছাত্রের শারীরিক অসুস্থতাও খবর পাওয়া গিয়েছে৷

[প্রয়োজনে দশতলা হবে বাগরি মার্কেট, জানালেন মেয়র]

Advertisement

হিন্দু হস্টেল ফেরতের দাবিতে প্রায় দু’মাস ধরে অবস্থান করছেন আবাসিকরা। অবস্থানের জেরে ক্যাম্পাসের বাইরে সমাবর্তন উৎসব করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। যার ফলে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয় নন্দনে। আন্দোলনকারীদের অভিযোগ, হিন্দু হস্টেলের কিছু ওয়ার্ডের কাজ প্রায় শেষ। কর্তৃপক্ষ চাইলেই তা পড়ুয়াদের ব্যবহারের জন‍্য খুলে দিতে পারে। কিন্তু তাঁরা সেকাজ করছেন না৷ যদিও কর্তৃপক্ষের দাবি, এর জন্য প্রয়োজন PWD-র ছাড়পত্র৷ তা ছাড়া হিন্দু হস্টেলে পড়ুয়াদের ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। এই দাবিতে সরব হয়ে গত পয়লা অক্টোবর থেকে অনশন শুরু করেন ন’জন পড়ুয়া। পরে তাঁদের সঙ্গে অনশনে যোগ দেন নিউটাউনে প্রেসিডেন্সির হোস্টেলের ৬০ জন আবাসিক৷

Advertisement

[আগুনে পুড়ে ছাই জীবনদায়ী ওষুধ, মেডিক্যালে বিপাকে রোগীরা]

শুক্রবার দুপুরে PWD-র সঙ্গে বৈঠকে বসবেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই বৈঠকে অনশনকারীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে৷ বৃহস্পতিবারও আবার নতুন করে কয়েকজন পড়ুয়া অনশনে যোগ দেন। কয়েকজন অধ্যাপকও এদিন অনশনমঞ্চে এসে পড়ুয়াদের স্বাস্থ্যের খবর নেন। উপাচার্যও অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। যদিও তা তেমন কোনও কাজে আসেনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ