Advertisement
Advertisement

Breaking News

তাপমাত্রা নামলেও এখনই শহরে আসছে না শীত

শীত আসতে এখনও দিন পনেরো দেরি৷

MeT predicts mercury dip in Kolkata
Published by: Kumaresh Halder
  • Posted:November 30, 2018 9:24 am
  • Updated:November 30, 2018 9:33 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিসেম্বর মাস পড়তে অপেক্ষা মাত্র আর এক দিনের৷ কিন্তু, জাঁকিয়ে শীত পড়তে এখনও ঢের বাকি বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস৷ তবে, আপাতত কয়েকদিনের তাপমাত্রা কিছুটা নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস৷ আগামী সপ্তাহে তাপমাত্রা নামলেও কলকাতায় সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে বলে মনে করা হচ্ছে৷ সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ফের উত্তুরে হাওয়া সক্রিয় হতে পারে আশা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা৷

[কড়ি ফেললেই মিলছে ভারতীয় পরিচয়, শহরে সক্রিয় আইএসআই চক্র]

Advertisement

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগর থেকে আসা বাতাস বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই বাড়িয়ে দিয়েছে৷ ফলে, তাপমাত্র কিছু ঊর্ধ্বমুখী হতে দেখা যায়৷ তবে, এই মুহূর্তে পরিস্থিতি যা, তাতে ফের নতুন করে উত্তুরে হাওয়া সক্রিয় হবে বলেই আশা করছেন আবহাওয়াবিদরা৷ কেননা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের মাত্রা নির্ভর করে উত্তুরে হাওয়ার উপর৷ কয়েকদিন আগে উত্তুরে হাওয়া সক্রিয় থাকায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি ছুঁয়ে ফেলেছিল৷

Advertisement

উত্তুরে হাওয়া সক্রিয় হয়ে ওঠায় পশ্চিমাঞ্চলের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই নিচে নামতে শুরু করে৷ একই সঙ্গে কাশ্মীর, হিমাচলপ্রদেশের উপর দিয়ে কোনও পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ায় উত্তুরে হাওয়ার প্রভাব বাড়তে থাকে পূর্বভারতে৷ হাওয়া অফিস জানিয়েছে, আবহাওয়ায় গতি যেভাবে পরিবর্তন হচ্ছে, তাতে আগামী সপ্তাহে তাপমাত্রা কমের দিতে থাকলেও পাকাপাকি ভাবে শীতের জন্য অপেক্ষা করতে হবে মাঝ ডিসেম্বর পর্যন্ত৷

[বেহালা কলেজের পরিচালন সমিতি ভেঙে দিলেন শিক্ষামন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ