Advertisement
Advertisement
Metro

ভরদুপুরে মেট্রো বিভ্রাট, দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বন্ধ পরিষেবা

ভোগান্তিতে যাত্রীরা।

Metro service stopped at Dakshineswar and Dumdum | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 14, 2023 2:41 pm
  • Updated:December 14, 2023 4:00 pm

নব্যেন্দু হাজরা: ভরদুপুরে ব্যাহত মেট্রো পরিষেবা। বৃহস্পতিবার দুপুরে নোয়াপাড়া-বরানগরের মাঝে যান্ত্রিক গোলযোগে থমকে গেল মেট্রো। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে পরিষেবা বন্ধ। ভোগান্তিতে যাত্রীরা। 

 জানা গিয়েছে, বৃহস্পতিবার বেলা ২ টো বেজে ৫ মিনিট নাগাদ নোয়াপাড়া ও বরানগরের মাঝে থার্ড লাইনে সমস্যা দেখা যায়। ঘড়ির কাঁটায় ২ টো বেজে ১৮ মিনিট নাগাদ লাইনে বিদ্যুৎ পরিষেবা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। যার ফলে থমকে যায় মেট্রো। দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত আপ ও ডাউন লাইনে বন্ধ হয়ে যায় মেট্রো পরিষেবা। শুরু হয় লাইন মেরামতির কাজ। এদিকে এই ঘটনার জেরে প্রবল সমস্যায় পড়েন যাত্রীরা। কেউ অন্য পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করেন। কেউ আবার অপেক্ষা করেন মেট্রো পরিষেবা স্বাভাবিক হওয়ার। 

Advertisement

[আরও পড়ুন: গোপনীয়তা রক্ষায় পদক্ষেপ, মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্রেও থাকবে ‘ইউনিক কোড’]

প্রসঙ্গত, কলকাতা ও শহরতলির বাসিন্দাদের জন্য লাইফলাইন মেট্রো পরিষেবা। কিন্তু প্রায়দিনই কোনও না কোনও কারণে দীর্ঘক্ষণের জন্য ব্যাহত হচ্ছে পরিষেবা। যার জেরে প্রায় নিয়মিতই প্রবল সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের। যা নিয়ে চরমে ক্ষোভ।

Advertisement

[আরও পড়ুন: করমণ্ডল দুর্ঘটনা থেকে শিক্ষা, সিগন্যাল ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে রেল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ