রুপায়ণ গঙ্গোপাধ্যায়: বিধানসভায় নিরাপত্তার বজ্র আঁটুনি! নজিরবিহীন তল্লাশি শাসক ও বিরোধী দলের বিধায়কদের গাড়িতে। গাড়ির ডিকি খুলে চলল তল্লাশি। তবে বিজেপির বিধায়কদের অভিযোগ, তাঁরা তুলসী গাছ নিয়ে যাতে প্রবেশ করতে না পারে, তার জন্য এই তল্লাশি চালানো হয়েছে।
বিধানসভা চত্বর এমনিতেই হাই সিকিউরিটি জোন। সেখানে নিরাপত্তার অতিরিক্তই থাকে। সেটা নতুন কোনও ব্যাপার নয়। কিন্তু বিধানসভায় ঢোকার গেটে বিধায়কদের গাড়ি আটকে তল্লাশি, শেষ কবে এমনটা হয়েছে তা মনে করতে পারছেন না বর্ষীয়ান বিধায়করা।
আজ, শুক্রবার বিকেলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার কথা এসএসসি ২০১৬ প্যানেলে চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দলের। অনেকের ধারণা সেই কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “পশ্চিমবঙ্গ বিধানসভার নিরাপত্তার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেওয়া আছে। তাঁরা কাজ করেছেন। কে কী নিয়ে আসছেন তা আমার পক্ষে দেখা সম্ভব নয়। অনেক বিধায়ক আসেন। আমরা চাই না এখানে অপ্রীতিকর ঘটনা ঘটুক। তার জন্যই এই তল্লাশি।”
নিরাপত্তা নিয়েও রাজনীতি করতে ছাড়েনি গেরুয়া শিবিরের বিধায়করা। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পলের অভিযোগ, “আমরা কোনও রকমভাবে তুলসী গাছ নিয়ে ভিতরে প্রবেশ করতে না পারি,সেই জন্য এত কড়াকড়ি।” তবে এবিষয়ে স্পিকারের তরফে কোনও উত্তর পাওয়া যায়নি। উল্লেখ্য, কিছুদিন আগে নবান্নেও এই রকম তল্লাশি চালানো হয়েছিল। আইডি কার্ড দেখে তবেই গাড়িগুলিকে ভিতরে ঢোকার অনুমতি দিচ্ছিলেন নিরাপত্তাকর্মীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.