Advertisement
Advertisement
OYO guest house

কলকাতা পুরসভার এই ওয়ার্ডে OYO রুমের ছড়াছড়ি, মাথাব্যথা বাড়ছে কাউন্সিলরের

বহিরাগত যুগলদের আনাগোনায় সংস্কৃতি নষ্ট হচ্ছে, কাউন্সিলরকে চিঠি বাসিন্দাদের।

More than 100 OYO guest house at Kasba sparks row | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 17, 2023 9:13 pm
  • Updated:June 18, 2023 2:03 pm

অভিরূপ দাস: কোনও তীর্থস্থান নেই। নেই কোনও দর্শনীয় জায়গা। তবু সেখানেই খুলছে একের পর এক গেস্ট হাউস। আর মধ‌্যরাতেও সেসব গেস্ট হাউসে ঢুকছে যুগলরা।
দক্ষিণ কলকাতার কসবায় OYO হোটেল ব‌্যবসা নিয়ে কপালে ভাঁজ কাউন্সিলরের। কাউন্সিলরের অভিযোগ, এই সমস্ত গেস্ট হাউসে লেগেই আছে বহিরাগতদের আনাগোনা। দক্ষিণ কলকাতার কসবা, রাজডাঙা হালতু এলাকার OYO গেস্টহাউসের উৎপাতে নাজেহাল কাউন্সিলর লিপিকা মান্না শনিবার অভিযোগ তুললেন কলকাতা পুরসভায়।

তাঁর অভিযোগ, কসবার এই এলাকায় কয়েক পা দূরে দূরে গজিয়ে উঠেছে একটা করে OYO হোটেল। বাদ যায়নি স্কুলের পাশের আবাসনও। কসবার শ্রী রাম নারায়ণ সিং মেমোরিয়াল হাই স্কুলের দু’পাশেই গজিয়ে উঠেছে OYO গেস্ট হাউস। কাউন্সিলরের দাবি, কসবায় এই মুহূর্তে ওয়ো হোটেলের সংখ‌্যা একশো ছাড়িয়েছে। যার মধ্যে ৬৮টির তালিকা নিয়ে শনিবার পুরসভায় এসেছিলেন কাউন্সিলর।

Advertisement

[আরও পড়ুন: আবারও ঈশ্বরভক্তি! লন্ডনে কীর্তন শুনতে গেলেন বিরাট-অনুষ্কা, ঝড়ের বেগে ভাইরাল ভিডিও]

ইতিমধ্যেই ওয়ার্ডের চারজন বাসিন্দা চিঠি দিয়েছেন কাউন্সিলরকে। তাঁদের অভিযোগ, এই OYO হোটেলের দৌরাত্ম্যেই সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে। মাঝরাতেও এলাকায় বহিরাগত যুগলরা প্রবেশ করছে। প্রশ্ন উঠছে এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে। শনিবার পুর অধিবেশনে, কাউন্সিলরের প্রশ্ন, এই ওয়ার্ডের কাছাকাছি কোনও বিমানবন্দর নেই। কোনও মন্দির নেই। নেই কোনও রেলওয়ে স্টেশন। সেখানে এতগুলো গেস্ট হাউস গজিয়ে ওঠার মানে কি? কার দ্বারস্থ হলে এই সমস‌্যা মিটবে?

Advertisement

মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এ বিষয়ে কোনও আইন নেই পুরসভার হাতে। চাইলে পুরসভা এই গেস্টহাউস বন্ধ করতে পারে না। চেয়ারপার্সন মালা রায় যদিও কাউন্সিলরকে বলেছেন, এলাকার এই ব‌্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা গেস্ট হাউসের তালিকা জমা দেওয়ার জন‌্য। সমীক্ষা বলছে, কলকাতা পুরসভার ১০৭ নম্বর ওয়ার্ডের শুধুমাত্র নারকেলডাঙা এলাকাতেই কুড়িটা ওয়ো গেস্ট হাউস খুলেছে। অনেক ওয়ো গেস্ট হাউস খুলেছে এক কাটারও কম জমিতে। এই এলাকায় কেএমডিএ থেকে এই সমস্ত জমি দেওয়া হয়েছিল দুঃস্থদের। সে বাড়িও এখন ওয়ো গেস্ট হাউস। সূত্রের খবর এই ব‌্যবসায় লাভ প্রচুর। সাধারণ হোটেলে প্রবেশ করতে গেলে অনেক প্রশ্নের মুখে পড়তে হয়ে যুগলদের। কিন্তু OYO-তে সে চিন্তা নেই।

[আরও পড়ুন: ISF-BJP আঁতাঁত নিয়ে সুর আরও চড়াল তৃণমূল, ভোট মিটলে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ