Advertisement
Advertisement
dengue

গয়ংগচ্ছ ভাব বরদাস্ত নয়, ডেঙ্গু নিয়ে আরও কড়া নবান্ন

মঙ্গলে ফিরহাদ, বুধে মুখ্যসচিবের ডেঙ্গু রিভিউ।

Nabanna to take strict actions to review on tackling dengue | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:October 9, 2023 1:41 pm
  • Updated:October 9, 2023 1:59 pm

স্টাফ রিপোর্টার: ম‌্যালেরিয়া-ডেঙ্গুর লড়াইয়ে গয়ংগচ্ছ ভাব বরদাস্ত করা হবে না। নবান্ন সূত্রে খবর, আগামী মঙ্গলবার নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বয়ং ফিরহাদ হাকিম ১২৮টি পুরসভার সঙ্গে আলোচনায় বসছেন। যাবতীয় নির্দেশিকার কাজ কতটা এগোল তা নিয়ে পরদিন বুধবার রাজ্যের মুখ‌্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ফের সব দপ্তর ও জেলা কর্তাদের সঙ্গে তার পর্যালোচনা করবেন।

নবান্ন ও স্বাস্থ‌্যদপ্তর সূত্রে খবর, পুজো তো বটেই পরের কয়েক মাসে ম‌্যালেরিয়া-ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে আরও একগুচ্ছ গাইডলাইন প্রকাশ করতে পারে রাজ‌্য প্রশাসন। বস্তুত, প্রশাসন চাইছে বছরভর মশাবাহিত রোগের বিরুদ্ধে অভিযান। কিন্তু একশ্রেণির কর্মীর গা ছাড়া মনোভাবে রোগ ছড়াচ্ছে বলে মনে করেন পুরদপ্তরের আধিকারিকরা।

Advertisement

[আরও পড়ুন: ‘১৪৪ ধারা থাকা সত্ত্বেও কীভাবে রাজভবনের সামনে ধরনা?’, তৃণমূলের কর্মসূচি নিয়ে মামলা হাই কোর্টে]

ডেঙ্গু নিয়ন্ত্রণ কোন পদ্ধতিতে চলবে ৩০ সেপ্টেম্বর রাজ‌্য প্রশাসনের তরফে গাইডলাইন প্রকাশ করে জানানো হয়েছিল। কিন্তু নগরোন্নয়ন দপ্তরের তথ‌্য বলছে, ৮ তারিখ পর্যন্ত সিংহভাগ পুরসভা হেল্পলাইন চালু করতে পারেনি। ৬৫ বছরের বেশি ভেক্টর কন্ট্রোল কর্মীদের বদলে নতুন কর্মী নিয়োগের কাজও এখনও অধরা। এইসব ঘাটতি অবিলম্বে মেরামত করতে হবে বলেই মনে করছেন নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকরা। তাই মঙ্গলবার ও ১১ তারিখের দু’টি বৈঠক অত‌্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনের শীর্ষকর্তারা।

Advertisement

বেসরকারি তথ‌্য বলছে, রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ‌্যা ৪০ হাজার ছুঁইছুঁই। মৃতের সংখ‌্যা ৫০ ছাড়িয়েছে। পুর ও নগরোন্নয়ন দপ্তর সূত্রে খবর, এই অবস্থায় মশাবাহিত ম‌্যালেরিয়া, ডেঙ্গু অভিযানে আরও গতি আনতে পুর এলাকায় বাড়ি বাড়ি নজরদারি চালাতে ১৭ হাজার ৫৩ টি দল তৈরি করেছে নগরোন্নয়ন দপ্তর। প্রায় ৩৪ হাজার ১০৬ জন কর্মী নিয়োগ করা হয়েছে। সুপারভাইজার নিয়োগ হয়েছে ৩ হাজার ৭৫১ জন। কম্পিউটারে তথ‌্যবন্দি করতে ৮৫৮ জনকে নিয়োগ করা হয়েছে। ১২৮টি পুর এলাকায় নতুন করে ৬ হাজার ৯১৬টি ভেক্টর নিয়ন্ত্রণ দল তৈরি হয়েছে। এর মধ্যে ভেক্টর কন্ট্রোল কর্মী ২০ হাজার ৭৮৪ জন এবং সুপারভাইজার ২ হাজার ৭৮২ জন।

[আরও পড়ুন: অবশেষে মিলল সময়, আজ বিকেলে অভিষেকদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল]

কোনও বাড়িতে জমা জল-আবর্জনার সন্ধান পেলে দ্রুত পদক্ষেপ করতে ৭৮টি র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে সামগ্রিক কাজে সুপারভাইজ করতে ৭৮ জন এবং ভেক্টর কন্ট্রোল সদস‌্য ২৩৪ জন। এর বাইরেও স্পেশাল কনজারভেন্সি টিম(এসসিটি) গঠন করেছে নগরোন্নয়ন দপ্তর। টিমের সংখ‌্যা ৬৭, সদস‌্য সংখ‌্যা ৪৯২ এবং বিশেষ কনজারভেন্সি সুপারভাইজার ৬৭ জনকে নিয়োগ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ