Advertisement
Advertisement
দুর্ঘটনা

জল জমা রাস্তায় গর্তে বাইকের চাকা, দুর্ঘটনায় মৃত্যু আরোহীর

দুর্ঘটনাটি ঘটে দক্ষিণ কলকাতার সার্ভে পার্ক এলাকায়।

One died in a bike accident at Survey Park area in Kolkata

ছবিটি প্রতীকী

Published by: Bishakha Pal
  • Posted:December 27, 2019 6:04 pm
  • Updated:December 27, 2019 6:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই দুর্ঘটনা দক্ষিণ কলকাতায়। প্রাণ গেল দু’জনের। দুই ক্ষেত্রেই রাস্তা খারাপ থাকায় দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ। আজ সকালে রানিকুঠিতে বাসের ধাক্কায় মৃত মহিলার নাম চিনু কুণ্ডু। মধ্যরাতে সার্ভে পার্কে মৃত্যু হয়েছে প্রবীর দাস নামে এক বাইক আরোহীর।

ইএম বাইপাসের কাছে হাইল্যান্ড পার্ক ক্রশিং সার্ভিস রোডে বাইক আরোহী যুবক পড়ে যান গর্তে। তাঁর নাম প্রবীর দাস (৩৫)। রাতে বৃষ্টির মধ্যে বাড়ি ফিরছিলেন তিনি। গর্তে বাইকের চাকা পড়ায় পিছলে ছিটকে পড়েন প্রবীরবাবু। তাঁর মুখে চোট লাগে। মাথার ভিতরে রক্তক্ষরণ হয়। পিয়ারলেস হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার রাতে নিউমার্কেট থানা এলাকার এস এন ব্যানার্জি রোডে এক অজ্ঞাতপরিচয় মহিলাকে ৭৮(১) রুটের একটি বাস ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান তিনি। শুক্রবার দুপুরে দুর্ঘটনায় পড়ে কবি সুবোধ সরকারের গাড়িও। টালিগঞ্জ মেট্রো স্টেশনের কাছে তাঁর গাড়িকে ধাক্কা মারে একটি লরি। যদিও তাঁর বিশেষ চোট লাগেনি।

[ আরও পড়ুন: গেস্ট হাউসে আটকে রেখে কলেজছাত্রীর ‘শ্লীলতাহানি’, গ্রেপ্তার সহপাঠী ]

অন্যদিকে, রানিকুঠির রাস্তায় গতকাল রাতের বৃষ্টির জমা জল। তা এড়াতেই রাস্তার প্রায় মাঝামাঝি চলে এসেছিলেন এক মহিলা। সেই সময় আসা বাস পিষে দেয় তাঁকে। ঘটনার পরই বাসটিকে আটকায় জনতা। তবে ভাঙচুরের আগেই পুলিশ এসে চালককে গ্রেফতার করে। তবে স্থানীয়রা জানান, চালকের তেমন কোনও দোষ ছিল না। ওই মহিলাও জল এড়াতেই বিপজ্জনভাবে রাস্তার মাঝে চলে এসেছিলেন। বাসটি চেপে আসে তাঁর দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, চালক ব্রেক কষলেও ততক্ষণে ওই মহিলার মাথায় ধাক্কা লাগে। প্রবল রক্তক্ষরণ হয় মাথায়। হাসপাতালে পাঠানোর আগেই মারা যান তিনি। উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে বাসটিকে আটক ও চালককে থানায় নিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মৃত ওই মহিলা চিনু কুণ্ডুর বাড়ি রানিকুঠি এলাকাতেই।

Advertisement

১৫ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সব সড়ক মেরামতের নির্দেশ দিয়েছিল নবান্ন। বিশেষ করে ঘূর্ণীঝড় বুলবুল বিধ্বস্ত এলাকায়। কলকাতা ও সংলগ্ন শহরতলীতেও কাজ শুরু হয়েছে। কিন্তু কিছু এলাকায় এখনও সামান্য হলেও সমস্যা রয়ে গিয়েছে বলেই অভিযোগ।

Advertisement

[ আরও পড়ুন: মুসলিম যুবককে বাংলাদেশে পাঠানোর হুমকি! ফেসবুকে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ শতরূপের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ