Advertisement
Advertisement

কলেজে শুরু অনলাইন ভর্তি

প্রীতিকর ঘটনা এড়াতেই অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হয়েছে৷ শুধু ফর্ম পূরণ নয়, অ্যাডমিশন ফি-ও দেওয়া যাবে অনলাইন প্রক্রিয়ায়৷ মঙ্গলবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, স্কটিশচার্চ কলেজ, আশুতোষ কলেজ, লেডি ব্র্যাবর্ন কলেজ-সহ একাধিক কলেজে শুরু হয়েছে এই প্রক্রিয়া৷

Online admission has started in colleges
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 17, 2016 3:47 pm
  • Updated:May 17, 2016 3:47 pm  

স্টাফ রিপোর্টার: সোমবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে৷ কলেজে কলেজে শুরু হয়ে গিয়েছে অনলাইন অ্যাডমিশন৷ প্রতিটি কলেজের ওয়েবসাইটে রয়েছে ফর্ম৷ কোন বিষয়ে অনার্স পড়তে গেলে কত শতাংশ নম্বর প্রয়োজন তার পূর্ণাঙ্গ বিবরণী দেওয়া রয়েছে ওয়েবসাইটগুলিতে৷
কলেজের অধ্যক্ষরা জানিয়েছেন, প্রতি বছর কলেজের বাইরে লম্বা লাইন পড়ে৷ অপ্রীতিকর ঘটনা এড়াতেই অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হয়েছে৷ শুধু ফর্ম পূরণ নয়, অ্যাডমিশন ফি-ও দেওয়া যাবে অনলাইন প্রক্রিয়ায়৷ মঙ্গলবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, স্কটিশচার্চ কলেজ, আশুতোষ কলেজ, লেডি ব্র্যাবর্ন কলেজ-সহ একাধিক কলেজে শুরু হয়েছে এই প্রক্রিয়া৷ ওয়েবসাইটে এইসব কলেজে ভর্তির নিয়ম জেনে সেই মতো আবেদন পূরণ করতে পারছে গ্রাম বা মফস্বলের ছাত্রছাত্রীরাও৷ মোটামুটিভাবে ওয়েবসাইটে গুগল-এ গিয়ে ওই কলেজের নামে সার্চ করলেই মিলছে নানা জিজ্ঞাসার মীমাংসা৷ অনলাইনে ভর্তির প্রক্রিয়া শুরু হওয়ায় অস্বচ্ছতাও কমেছে বলে বিভিন্ন মহলের বক্তব্য৷ কলেজের শিক্ষকরাও এই প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন৷
এদিকে, এরই মধ্যে আজ জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা হয়েছে৷ কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ লক্ষাধিক পরীক্ষার্থী অঙ্ক, রসায়ন, পদার্থবিদ্যার পরীক্ষা দিয়েছে৷ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, একমাত্র অভিন্ন মেডিক্যাল পরীক্ষার মাধ্যমেই এমবিবিএস ও বিডিএস-এ ছাত্রভর্তি করতে হবে৷ বাতিল ডাক্তারিতে ভর্তির পরীক্ষা৷ ফলে বায়োলজির পরীক্ষা হয়নি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement