Advertisement
Advertisement

Breaking News

Jadavpur

কার্যত পড়ুয়াদের দাবিতেই সায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হতে পারে ‘ওপেন বুক’ পদ্ধতিতে!

বাড়ানো হচ্ছে পরীক্ষার সময়সীমা।

Open book method may be apply in Jadavpur University | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:April 6, 2022 10:01 pm
  • Updated:April 6, 2022 10:01 pm

দীপঙ্কর মণ্ডল: কার্যত পড়ুয়াদের দাবিতেই সায়। অনলাইন না হলেও ওপেন বুক পদ্ধতিতে পরীক্ষার প্রস্তাব দিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দুটি বিভাগ।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের দাবি ছিল অফলাইনে নয় অনলাইনে হোক পরীক্ষা। বুধবার ১৫ টি বিভাগের পরীক্ষা বিষয়ক বৈঠক হয়। দুটি বিভাগ প্রস্তাব দেয় অফলাইনে ‘ওপেন বুক সিস্টেম’ অর্থাৎ বই দেখে পরীক্ষা দিক পড়ুয়ারা। পাশাপাশি প্রতি পেপারে তিন ঘণ্টার পরিবর্তে বরাদ্দ হোক ৪ ঘণ্টা। ৮ এপ্রিলের মধ্যে অন্য বিভাগগুলির কাছে মতামত চেয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

[আরও পড়ুন: জনমোহিনী প্রকল্প নিয়ে মোদিকে সতর্কবার্তা আমলাদের, ‘জনতাকে বঞ্চিত করা যাবে না’, সাফ কথা কুণালের]

উল্লেখ্য, করোনাকালে সমস্ত পরীক্ষা হয়েছে অনলাইনে। বাড়িতে বসে বই খুলে পরীক্ষা দিয়েছেন ছাত্রছাত্রীরা। এখন আগের মত সবকিছু স্বাভাবিক। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস চালু হয়ে গিয়েছে। পরীক্ষা নেওয়া হচ্ছে অফলাইনে। এমত অবস্থায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের একটি অংশ বাড়িতে বসে অনলাইন ব্যবস্থায় পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ দেখায়। পড়ুয়াদের ক্ষোভ সামলাতে অফলাইনে বই দেখে পরীক্ষা নেওয়ার প্রস্তাব দিয়েছে দুটি বিভাগ। তবে তা মান্যতা পাবে কিনা ৮ তারিখের পর জানা যাবে।

Advertisement

[আরও পড়ুন: মূল্যবৃদ্ধিতে লাগাম পরাতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবারই নবান্নে জরুরি বৈঠক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ