Advertisement
Advertisement

Breaking News

বিফ ফেস্টিভ্যাল

একের পর এক হুমকি ফোন, কলকাতায় বাতিল ‘বিফ ফেস্টিভ্যাল’

ফেসবুকে অনুষ্ঠান বাতিলের কথা ঘোষণা উদ্যোক্তাদের৷

Organiser canceld Beef Festival in Kolkata after getting threat call
Published by: Tanujit Das
  • Posted:June 8, 2019 11:15 am
  • Updated:June 8, 2019 11:19 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমাগত হুমকি আসছিল৷ প্রশ্ন উঠছিল অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে৷ আর সেই আশঙ্কা থেকেই সদর স্ট্রিটের গোমাংস উত্‍সব বন্ধের সিদ্ধান্ত নিলেন উদ্যোক্তারা। তাঁরা জানিয়েছেন, ‘বিফ’ থেকে অনুষ্ঠানের নাম বদলে ‘বিপ’ করা হলেও হুমকি থামেনি। একের পর এক ফোনে হুমকি আসছেই৷ আর সেজন্যই অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিয়ে চিন্তা বেড়েছে৷ তাই এই উৎসব বন্ধ করার ভাবনা৷

[ আরও পড়ুন: হাওড়ার জগন্নাথ ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই রাসায়নিক গুদাম]

Advertisement

‘দ্য অ্যাক্সিডেন্টাল নোট’ নামের একটি সংস্থা আগামী ২৩ জুন ‘কলকাতা বিফ ফেস্টিভ্যালে’র আয়োজন করেছিল। গত কয়েক সপ্তাহ ধরে ফেসবুকে এই অনুষ্ঠানের বিজ্ঞাপনও দেওয়া হয়েছে৷ প্রচার চলেছে৷ ফেসবুকে তৈরি হয়েছে লাইভ ইভেন্ট। অভিযোগ, গত কয়েকদিন ধরেই সংস্থার কাছে একের পর এক হুমকি ফোন এসেছে৷ অনুষ্ঠানে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷ এমনকী মিলেছে প্রাণনাশের হুমকিও। উদ্যোক্তাদের দাবি, বৃহস্পতিবারই প্রায় ৩০০ ফোন পেয়েছেন তাঁরা। এরপর সমস্ত কিছু বিশ্লেষণ করে বাধ্য হয়েই ‘কলকাতা বিফ ফেস্টিভ্যাল’ বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এবং ফেসবুকে নিজেদের পেজেই সেই সিদ্ধান্তের কথা জানিয়েছে ‘দ্য অ্যাক্সিডেন্টাল নোট’ সংস্থাটি৷

Advertisement

[ আরও পড়ুন: সিঙ্গুরে হার লজ্জার! হুগলি জেলার ফলাফল পর্যালোচনা বৈঠকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ]

এক মাস রমজানের পর বুধবার ছিল খুশির ইদ৷ শনিবার জামাইষষ্ঠী৷ তিলোত্তমায় উৎসবের আবহ৷ আর উৎসব মানেই বাঙালি পেটপুজো ছাড়া কিছুই বোঝে না৷ তাই আগামী ২৩ জুন মধ্য কলকাতার সদর স্ট্রিটে ‘কলকাতা বিফ ফেস্টিভ্যাল’ আয়োজন করা হয়৷ যেখানে গোমাংস ও শূকরের মাংসের একাধিক পদ থাকবে বলে জানিয়েছিলেন উদ্যোক্তারা৷ তবে হিন্দুত্ববাদী নেটিজেনরা এই অনুষ্ঠানকে মোটেও ভাল চোখে দেখেননি৷ একাধিক হিন্দুত্ববাদী ফেসবুক গ্রুপে এই অনুষ্ঠানের সমালোচনা শুরু হয়৷ শহরে এভাবে ঢাকঢোল পিটিয়ে ‘বিফ ফেস্টিভ্যাল’-এর আয়োজনের একেবারেই পক্ষপাতী নন তাঁরা৷ অনুষ্ঠানের আয়োজন করা হলে উদ্যোক্তাদের খুন করা হবে বলেও হুমকি দেন হিন্দুত্ববাদী নেটিজেনদের একাংশ৷ আর সেই হুমকির জেরে অনুষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে৷ যার ফলে অবশেষে অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন আয়োজকরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ