Advertisement
Advertisement
Panchayat Election 2023

Panchayat Election 2023: পুনর্নির্বাচনের ফল নিয়ে ভুয়া তথ্য সোশ্যাল মিডিয়ায়! আইটি টিমকে সতর্ক করল CPM

ভুয়ো তথ্য নিয়ে অস্বস্তিতে সিপিএম।

Panchayat Election 2023: CPM warns IT Team over misinformation on repoll | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 18, 2023 8:21 pm
  • Updated:July 18, 2023 8:24 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পঞ্চায়েত ভোটে (Panchayat Election 2023) পুনর্নির্বাচনের ফলাফল নিয়ে সোশ‌্যাল মিডিয়ায় দেওয়া দলের একাংশের কর্মীদের ভুয়ো পোস্টে বেজায় অস্বস্তিতে আলিমুদ্দিন। সূত্রের খবর, রাজ‌্য সিপিএমের তরফে বিষয়টি নিয়ে জেলায় জেলায় আইটি টিমকে সতর্ক করা হয়েছে।

পুনর্নির্বাচন হওয়া ৬৯৬টি আসনে সিপিএম সব থেকে বেশি আসনে জিতেছে বলে একটি তথ‌্য সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দলীয় কর্মী-সমর্থকদের একাংশ তা পোস্ট করতে থাকে। সেই তথ‌্য সম্পূর্ণ ভুল বলে জানিয়ে দিয়েছে রাজ‌্য নির্বাচন কমিশন। পুনর্নির্বাচন হয়েছে মোট ৭৬২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বেশি আসন পেয়েছে। সিপিএম রয়েছে চতুর্থ স্থানে। শুধু পার্টির কর্মীরাই নন, বামপন্থী অনেক বিশিষ্টজনেরাও এই ভুয়া তথ‌্য পোস্ট করেন। কিন্তু আসল তথ‌্য নির্বাচন কমিশন জানিয়ে দেওয়ার পর তাদের অনেকেই দ্রুত পোস্ট মুছে ফেলেন।

Advertisement

[আরও পড়ুন: ধর্ষণ মামলায় আপাতত গ্রেপ্তার করা যাবে না নওশাদকে, ‘রক্ষাকবচে’র মেয়াদ বাড়াল হাই কোর্ট]

সিপিএম সমর্থক কয়েকজন বিশিষ্টজন আবার তাঁদের ফেসবুক পোস্টে এই ভুল তথ‌্য রেখেও দিয়েছেন। এইরকম ভুল তথ‌্য আর কখনও যাতে সোশ‌্যাল মিডিয়ায় না ছড়ায় সেজন‌্য পার্টির আইটি টিমের সঙ্গে কথা বলেছে রাজ‌্য নেতৃত্ব। কারণ, এইসব পোস্ট হলে হাস‌্যস্পদ হতে হয় পার্টিকেই। তাই যে কোনও অসত‌্য পোস্টের বিষয়েই সতর্ক থাকতে বলা হয়েছে আইটি টিমকে।

Advertisement

সোশ‌্যাল মিডিয়ায় পুনর্নির্বাচনের ফলাফল নিয়ে এই ভুল তথ‌্য ছড়িয়ে পার্টিকে কারা বিড়ম্বনায় ফেলল, তা অবশ‌্য জানা যায়নি। ব‌্যক্তিগতভাবে কেউ নিজের মনগড়া এই ভুয়া তথ‌্য ছড়িয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে। আর সেটা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকার পরও সবুজ ঝড়ের কাছে সিপিএম যে চার নম্বরে রয়েছে, পুনর্নির্বাচনের এই ফলেও সন্ত্রাসের তত্ত্ব খাড়া করা সিপিএমে মুখ পুড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

[আরও পড়ুন: বয়কটের পরও রাজারহাটের বুথে কীভাবে ৯৫ শতাংশ ভোট! তদন্তের নির্দেশ ‘তাজ্জব’ বিচারপতির]

প্রসঙ্গত, পুনর্নির্বাচন হওয়া ৬৯৬টি আসনে সিপিএম সব থেকে বেশি আসনে জিতেছে বলে একটি তথ‌্য সোশ‌্যাল মিডিয়ায় ভাইরাল বলে দেখা যাচ্ছিল। সেই তথ‌্য সম্পূর্ণ ভুল বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, পুনর্নির্বাচন হয়েছে মোট ৭৬২টি আসনে। ঘোষণা করা ৬৯৬টি আসনে মধ্যে ৬৬টি ডবল সিট রয়েছে। ফলে সবমিলিয়ে আসন সংখ‌্যা ৭৬২। এগুলির মধ্যে তৃণমূল জিতেছে ৪৭০টি আসন। বিজেপি পেয়েছে ১০৩টি। কংগ্রেস ৯১টি আসন জিতেছে। আর বামেরা ১০ শতাংশেরও কম আসন জিতেছে। তাদের ঝুলিতে ৬২টি আসন। আর ২৬টি আসনে জিতেছেন নির্দল প্রার্থীরা। অন্যান্যরা জিতেছেন ১০টি আসন। ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়েছিল, পুনর্নির্বাচন হওয়া ৬৯৬টি আসনে সিপিএম জিতেছে ৩৮০টিতে। কংগ্রেস পায় ১২২টি আসন। বিজেপি পেয়েছে ৯১ আসন আর তৃণমূল পেয়েছে ৬৫টি আসন। এই তথ‌্যই সম্পূর্ণ ভুল বলে জানিয়ে নিজেদের হিসাব পেশ করে কমিশন।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ