Advertisement
Advertisement

Breaking News

ফি বৃদ্ধির প্রতিবাদ, এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সাউথ পয়েন্টের অভিভাবকরা

হাজরা রোডে বিক্ষোভও দেখান অভিভাবকরা।

parents of south point school seeks CM Mamata Banerjee's attentio on fee hike
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 9, 2020 12:41 pm
  • Updated:February 9, 2020 4:55 pm

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বৈঠক-বিক্ষোভে কাজ না হওয়ার ফি বৃদ্ধির প্রতিবাদে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ সাউথ পয়েন্ট স্কুলের অভিভাবকরা। স্মারকলিপির মাধ্যমে নিজেদের সমস্যাগুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানালেন তাঁরা। এবার সমাধান সূত্র মিলবে বলে আশাবাদী বিক্ষোভকারী অভিভাবকরা। ইতিমধ্যেই এই বিষয়ে মুখ খুলেছেন শিক্ষামন্ত্রী। 

ফি-বৃদ্ধি নিয়ে উত্তেজনা লেগেই রয়েছে কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে। গত সপ্তাহে দু’দিন অভিভাবকদের অসন্তোষের মুখে পড়ে স্কুল কর্তৃপক্ষ। ফি কমানোর দাবিতে সরব হন তাঁরা। তাঁদের অভিযোগ, ফি কমানোর বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিয়েছিলেন স্কুলের প্রিন্সিপাল। কিন্তু বেশ কিছুদিন কেটে গেলে স্কুলের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সেই ক্ষোভেই স্কুলের বাইরে দফায় দফায় বিক্ষোভ দেখান অভিভাবকরা। কিন্তু তাতেও কোনও কাজ না হওয়ায় অবশেষে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। সেই মতোই  রবিবার সকালে মুখ্যমন্ত্রীর বাড়ির কিছুটা দূরে জমায়েত করেন অভিভাবকরা। সেখান থেকে কয়েকজন অভিভাবক যান মুখ্যমন্ত্রীর কাছে। স্মারকলিপি জমা দেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলে যোগ দিচ্ছেন ছত্রধর? পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গোপন বৈঠকের পর তুঙ্গে জল্পনা]

প্রসঙ্গত, আগামী শিক্ষাবর্ষ থেকে ২৫ শতাংশ ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সাউথ পয়েন্ট কর্তৃপক্ষ। জুনিয়র ও সিনিয়র, দুই বিভাগেই এই ফি বৃদ্ধি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু অভিভাবকদের কথায়, এক লাফে এতটা ফি বৃদ্ধিতে সন্তানদের ওই স্কুলে পড়ানো নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফি বৃদ্ধি নিয়ে স্কুলের তরফে কোনও প্রতিক্রিয়া না মিললেও লাগাতার বিক্ষোভের জেরে পড়ুয়াদের ক্ষতি হচ্ছে এমনই মন্তব্য কর্তৃপক্ষের। কলকাতা শহরের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান সাউথ পয়েন্ট স্কুল এমনিতেই ব্যয়বহুল। তার উপর এক ধাপে এতটা ফি বৃদ্ধিতে সমস্যা হবে বলে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিভাবকরা আবেদন করেছিলেন যে, একেবারে ফি এতটা না বাড়িয়ে ধাপে ধাপে বাড়ানো হোক। কিন্তু স্কুল কর্তৃপক্ষের দাবি, বহু বছর পর স্কুলের ফি বাড়ানো হল। উন্নত পরিকাঠামো বজায় রেখে ছাত্রছাত্রীদের শিক্ষাদানকে সবসময়ে তাঁরা প্রাধান্য দিয়ে এসেছেন। সেই স্বার্থ অক্ষুণ্ণ রাখতেই ফি বৃদ্ধির সিদ্ধান্ত। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “স্কুলটি রাজ্যের অধীনস্থ নয়। তবে রাজ্যে অবস্থিত কোনও স্কুলে এই হারে ফি বৃদ্ধি অনুচিত। অভিভাবকরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। অবশ্যই সমাধান মিলবে।”

Advertisement

দেখুন ভিডিও: 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ