Advertisement
Advertisement

Breaking News

বাবরি কাণ্ডে অভিযুক্তরা কি পদত্যাগ করছেন, অমিতকে পাল্টা কটাক্ষ পার্থর

২০১৯ নাকি ৩০১৯? অমিতকে পাল্টা কটাক্ষ পার্থর৷

 Partha Chatterjee evokes Babri Row, lashes Amit Shah
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 26, 2017 7:58 am
  • Updated:April 26, 2017 7:58 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে এসেই তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ বাড়িয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ নারদ কাণ্ড থেকে তোষণের রাজনীতি-কোনও তিরেই তৃণমূলকে বিঁধতে কসুর করেননি৷ এবার তার পাল্টা জবাব শোনা গেল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের গলায়৷ বাবরি কাণ্ডের তিরেই নারদ কাঁটা উপড়াতে চাইলেন তিনি৷

এদিন প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন নারদ নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ৷ তাঁর সাফ কথা, তৃণমূলের নেতারা টাকা নিচ্ছেন এ তো গোটা দুনিয়া দেখেছে৷ এ কোনও মুখের অভিযোগ নয়৷ রীতিমতো প্রমাণ আছে৷ এর কী সাফাই দেবে তৃণমূল? প্রকারন্তরে তৃণমূলের নেতারা-মন্ত্রীরা এর পরেও কী করে পদে আছেন সে প্রশ্নই তুলেছিলেন তিনি৷ উত্তরে পার্থ চট্টোপাধ্যায় জানালেন, সুপ্রিম কোর্ট তো বাবরি কাণ্ডেও বর্ষীয়ান বিজেপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের মামলা জারি রাখার রায় দিয়েছে৷ কই বিজেপি নেতারা পদত্যাগ করছেন না তো? প্রসঙ্গত লালকৃষ্ণ আদবানী, মুরলী মনোহর জোশির মতো নেতাদের পাশেই দল থাকবে বলে জানিয়েছিলেন অমিত শাহ৷ সে খোঁটা দিয়েই পার্থর জবাব, আসলে নিজেদের দিকে তাকিয়ে কেউ কথা বলে না৷

Advertisement

বিসর্জনের জন্যও আদালতের অনুমতি লাগছে কেন, প্রশ্ন অমিতের ]

Advertisement

এদিন মমতা সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগে সরব হয়েছিলেন অমিত৷ পাল্টা জবাব দিয়ে পার্থ বলেন, উনিও তো নকশালবাড়িতে সংখ্যালঘুদের সঙ্গে দেখা করলেন৷ তাঁর প্রশ্ন, তাহলে কে কাকে তোষণ করছে? পাশাপাশি তাঁর অভিযোগ, বাংলায় এসে উনি কলাপাতায় আদিবাসীর সঙ্গে খাবার খেতে বসলেন৷ কিন্তু উত্তরবঙ্গের চা বাগানগুলির হাল ফেরানোর কোনও প্রয়াস দেখা গেল না৷ তাঁর দাবি, বিজেপির কোনও কর্মসূচি নেই৷ এই বাংলা কর্মসূচিতে চলে৷ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলাকে গড়তে নিরলস পরিশ্রম করে চলেছেন, তার বিরোধিতা করতেই এই আগ্রাসন৷ তাঁর দাবি, মমতা বাংলাকে গড়তে চাইছেন, আর এরা ভাঙতে চাইছেন৷

চার হাত এক হবে, যদি পাত্র হয় বামপন্থী… ]

এদিন তৃণমূল সরকারকে কটাক্ষ করে অমিত শাহ বলেছিলেন, বাংলায় আর কোনও কারখানা নেই, স্রেফ বোমা বাঁধার কারখানা আছে৷ যে বাংলায় রবীন্দ্রসঙ্গীত শোনা যেত, সেখানে স্রেফ বোমার ধামাকা শোনা যায়৷ জবাবে পার্থ বলেন, উনি ৩৪ বছরের ইতিহাস ভুলে গিয়েছেন৷ বাম জমানার বোমাবাজি, কর্মী খুন হওয়ার কথা ওঁর মনে নেই৷ তাই এই কথা বলছেন৷ কোন কালাপাহাড়কে সরিয়ে বাংলা শান্ত হয়েছে সে কথা বলছেন না৷ আর সে সময় বাংলার হাল ফেরাতে কোনও বিজেপি কর্মীকে দেখা যায়নি৷ মমতা বন্দ্যোপাধ্যায়ই উদ্যোগ নিয়েছিলেন৷ আজও বাংলার উন্নতিতে তিনিই দিশা দেখাচ্ছেন৷ তাঁর সাফ জবাব, আসলে বিজেপির কোনও কর্মসূচি নেই৷ ২০১৯-এ বিজেপি সরকার ক্ষমতায় আসবে বলে জানিয়েছিলেন অমিত৷ পার্থর কটাক্ষ, ২০১৯ না ৩০১৯ হবে কে বলতে পারে৷ ধর্মের নামে অধর্ম এ রাজ্যের সংস্কৃতি যে নয়, তা ফের জানিয়ে দিলেন তিনি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ