Advertisement
Advertisement
Netaji Subhash Chandra Bose International Airport

যান্ত্রিক ত্রুটির জেরে দীর্ঘক্ষণ দেরিতে বিমান, যাত্রী বিক্ষোভে উত্তাল কলকাতা বিমানবন্দর

কী বলছে কর্তৃপক্ষ?

Passengers protest at Netaji Subhash Chandra Bose International Airport due to delay of flight
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 4, 2024 1:52 pm
  • Updated:February 4, 2024 1:52 pm

বিধান নস্কর, দমদম: যান্ত্রিক ত্রুটির জের। নির্দিষ্ট সময়ে উড়ল না তেজপুরগামী বিমান। কলকাতা বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, স্পাইস জেটের বিমান এসজি-২৯৬৬ বিমানটি রবিবার সকাল আটটা বেজে পাঁচ মিনিটে তেজপুরের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে নির্দিষ্ট সময়ে ছাড়েনি বিমান। সেই সময় জানানো হয়, সাড়ে দশটায় ছাড়বে বিমানটি। কিছুক্ষণ পর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বিমানটি ছাড়তে আরও দেরি হবে। বিমানটি কলকাতা থেকে দুপুর একটায় তেজপুরের উদ্দেশ্যে পাড়ি দেবে। তাতেই যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে।

Advertisement

[আরও পড়ুন: কাপড়ে বাঁধা হাত-পা-মুখ! ৫ দিন নিখোঁজ থাকার পর পুকুরে মিলল শিশুর দেহ]

যাত্রীরা ১০৪ নম্বর গেটের সামনে ক্ষোভ উগড়ে দেয় সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কর্মীদের উপর। কারণ, নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে না পারায় তেজপুর থেকে যাদের কানেক্টিং বিমান ধরার  তাঁদের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।  

Advertisement

[আরও পড়ুন: কাপড়ে বাঁধা হাত-পা-মুখ! ৫ দিন নিখোঁজ থাকার পর পুকুরে মিলল শিশুর দেহ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ