Advertisement
Advertisement

Breaking News

এবার থেকে ছ’মিনিট অন্তর মেট্রো, মিলবে ওয়াই-ফাই পরিষেবাও

পরের বছর নতুন তেরোটি রেক আনা হচ্ছে মেট্রোয়৷ আগামী ১ আগস্ট থেকে এই পরিষেবার পাশাপাশি ১৫ জুন থেকে ১৭টি স্টেশনে চালু করা হচ্ছে ওয়াই-ফাই পরিষেবা৷ দমদম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত প্রতিটি স্টেশনে মিলবে এই পরিষেবা৷

passengers will get metro in every 6minutes wi-fi service is also available

ফাইল ছবি।

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 2, 2016 10:25 am
  • Updated:June 2, 2016 10:25 am

স্টাফ রিপোর্টার: কলকাতা মেট্রোর নিত্যযাত্রীদের জন্য সুখবর৷ সন্ধে সাতটা থেকে রাত সাড়ে ন’টা, এই ব্যস্ত সময়ে ৭ মিনিটের বদলে ৬ মিনিট অন্তর চলবে মেট্রো৷
এই সময় আরও কমিয়ে আনা হবে আগামী বছর৷ পরের বছর নতুন তেরোটি রেক আনা হচ্ছে মেট্রোয়৷ আগামী ১ আগস্ট থেকে এই পরিষেবার পাশাপাশি ১৫ জুন থেকে ১৭টি স্টেশনে চালু করা হচ্ছে ওয়াই-ফাই পরিষেবা৷ দমদম থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত প্রতিটি স্টেশনে মিলবে এই পরিষেবা৷ একই দিনে পার্কস্ট্রিটের আপ প্ল্যাটফর্মে অটোমেটিক ফেয়ার কালেকশন গেট খোলা হবে৷ এর ফলে যাত্রীদের সাবওয়ে ব্যবহার করতে হবে না৷ নেতাজি, মাস্টারদা সূর্য সেন, গীতাঞ্জলি, কবি নজরুল, শহিদ ক্ষুদিরাম স্টেশনের ডাউন প্ল্যাটফর্মে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে৷ স্টেশনের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে চাঁদনিচক স্টেশনে চালু হল এসি প্ল্যান্ট৷ পুজোর আগেই টানেলের মধ্যে মোবাইলের নেটওয়ার্ক পাওয়ার ব্যবস্থাও চালু হয়ে যাবে৷ ‘রেল হামসফর সপ্তাহ’ পালন শেষে পরিষেবার উন্নয়নের নানা পদক্ষেপ নিয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান তিন রেলের জেনারেল ম্যানেজার এ কে গোয়েল৷
শিয়ালদহে হকার দৌরাত্ম্য সম্পর্কে তিনি বলেন, যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য হকারদের উচ্ছেদ নিয়ে চিন্তাভাবনা করবে রেল৷ সপ্তাহ পালন অনুষ্ঠানের মধ্যে চালু হয়েছে দিঘা স্টেশনে বাস স্ট্যান্ডের মতো ছাউনি, বাউরিয়া স্টেশনে ছাউনি, হাওড়া-আমতা, পাঁশকুড়া-হলদিয়া, খড়গপুর-মেদিনীপুর, সাঁতরাগাছি-শালিমারের মধ্যে মোবাইলে টিকিট বুকিং পরিষেবা চালু করা হয়েছে৷ পরিবেশ দূষণ রুখতে ট্রেনে আরও দ্রুত বায়োটয়লেট চালু হবে৷ নবনির্মিত জুবিলি ব্রিজের নাম রাখা হয়েছে ‘সম্প্রীতি ব্রিজ’৷ হাতিয়া স্টেশনে এবার বসানো হয়েছে দু’টি এসকেলেটর৷ পুরুলিয়ার সোনামুখী, আদ্রা ডিভিশনের তাম্মা, চক্রধরপুরের সোনুয়াতে তৈরি হচ্ছে ফুট ওভারব্রিজ৷ রেল একটা টিমওয়ার্ক৷ তিন রেলের দায়িত্ব একজন জিএম-এর হাতে দেওয়া হলেও যাত্রী পরিষেবার কোনও ব্যাঘাত ঘটবে না বলে তিনি মনে করেন৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ