Advertisement
Advertisement
WB Govt employees

সুখবর! রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের বাড়ছে পেনশন

উপকৃত হবেন সাড়ে তিন লক্ষের বেশি কর্মচারী।

Pensioners of WB Govt employees will get more pension | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:July 24, 2022 11:12 am
  • Updated:July 28, 2022 11:55 am

স্টাফ রিপোর্টার: রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর। এক ধাক্কায় অনেকটাই পেনশন বাড়বে রাজ‌্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীদের। এ ব‌্যাপারে একটি বিজ্ঞপ্তি জারি করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানাল নবান্নের অর্থদপ্তর। কী সেই সিদ্ধান্ত?

২০১৬ সালের জানুয়ারির আগে যাঁরা অবসর নিয়েছেন তাঁদের ক্ষেত্রে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী যে বেতন হবে, তার ৫০ শতাংশ পাবেন। আগে পুরনো বেতন কমিশনের নিরিখেই তাঁরা পেনশন পাচ্ছিলেন। ফলে নতুন সিদ্ধান্ত কার্যকরের পর এক ধাক্কায় অনেকটাই বাড়তি অর্থ হাতে পাবেন তাঁরা। নবান্নের হিসাব, সবমিলিয়ে সাড়ে তিন লক্ষ থেকে চার লক্ষ কর্মচারী উপকৃত হবেন। স্কুল শিক্ষক বা পুরসভা-পঞ্চায়েতের কর্মীদের ক্ষেত্রেও এটি প্রযোজ‌্য হবে।

Advertisement

[আরও পড়ুন: কেন গ্রেপ্তার হলেন পার্থ? কী এই এসএসসি দুর্নীতি? জেনে নিন]

রাজ‌্য সরকারী কর্মচারীদের পেনশন পাওয়ার ক্ষেত্রে অবসরকালীন সময়ের মূল বেতনের ৫০ শতাংশ দেওয়া হয়। ফ‌্যামিলি পেনশনের ক্ষেত্রে পরিবারের সদস‌্য পান ৩০ শতাংশ। ২০১৬ সালের ১ জানুয়ারির আগে যাঁরা অবসর নিয়েছেন, তাঁরা কিছু পদ্ধতিগত ত্রুটির কারণে সর্বশেষ রোপা অনুযায়ী অর্থাৎ ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে মূল বেতনের ৫০ শতাংশ হারে পেনশন পাচ্ছিলেন না। 

Advertisement

উল্লেখ‌্য, ২০১৯ সালের শেষের দিকে সর্বশেষ রোপা আইন লাগু হয়েছে। নবান্নের অর্থদপ্তরের নতুন বিজ্ঞপ্তি জারির পর স্বাগত জানিয়ে সিনিয়র সিটিজেন অ‌্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ার অ‌্যাসোসিয়েশনের রাজ‌্য সভাপতি মনোজ চক্রবর্তী বলেন, “যে কোনও কারণেই হোক, ২০১৬ সালের আগে অবসর নেওয়া কর্মীরা বঞ্চিত হচ্ছিলেন। সরকার সমস্ত কিছু শুধরে নেওয়ায় আমরা খুশি।”

[আরও পড়ুন: পার্থ-অর্পিতা গ্রেপ্তারির পরই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা, তুলনা শোভন-বৈশাখীর সঙ্গেও!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ