Advertisement
Advertisement
PM Narendra Modi

চলতি মাসেই বঙ্গসফরে প্রধানমন্ত্রী মোদি! যোগ দেবেন রোজগার মেলায়

বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করার কথা প্রধানমন্ত্রীর।

PM Narendra Modi will come to Kolkata this May | Sangbad pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 15, 2023 2:57 pm
  • Updated:May 15, 2023 4:30 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই বঙ্গসফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২ মে কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হতে চলা রোজগার মেলায় হাজির থাকতে পারেন তিনি।

বিজেপি সূত্রে খবর, রোজগার মেলায় তিনি যোগ দেওয়ার পাশাপাশি বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী (PM Modi)। শিয়রে পঞ্চায়েত ভোট। সে কথা মাথায় রেখে দল কোন স্ট্র্যাটেজিতে এগোবে, সেসব নিয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি রাজ্য নেতৃত্ব ঠিক করেছে, রাজ্যে কীভাবে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে এবং নানা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, সেই বিষয়গুলি নিয়ে মোদির কাছে অভিযোগ জানাবে।

Advertisement

[আরও পড়ুন: কেন মিলল না অ্যাম্বুল্যান্স? খুদের দেহ ব্যাগে কেন? উত্তরবঙ্গ মেডিক্যালের ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্যদপ্তরের]

তবে ঠিক কতদিনের সফরে কলকাতায় আসছেন মোদি, এখনও স্পষ্ট নয়। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এবারের সফরে কোনও জনসভা করবেন না মোদি। এর আগে গত বছর ডিসেম্বরে কলকাতা-এনজেপি বন্দেভারত উদ্বোধনের জন্য বাংলায় আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু সেই সময় তাঁর মা হীরাবেনের প্রয়াণের কাণে শেষ মুহূর্তে সেই সফর বাতিল করতে হয়। ভারচুয়ালি সেই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। তবে শোনা যাচ্ছে, এবার কর্ণাটকের ভোট মিটতেই বাংলায় আসছেন মোদি।

Advertisement

উল্লেখ্য, গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বাংলায় এসে যোগ দিয়েছিলেন বীরভূমের জনসভায়। তারপর তিনি গত ২৫ বৈশাখ কলকাতায় আসেন রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে। এই সফরে অবশ্য কোনও রাজনৈতিক কর্মসূচি ছিল না তাঁর। এবার আসার কথা মোদির। বিজেপি শীর্ষ নেতৃত্ব যে লাগাতার বঙ্গ বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে দলীয় কোন্দল আড়ালের চেষ্টা করে চলেছে, সে বিষয়টা স্পষ্ট হচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এবার মোদি কলকাতায় এলে রাজ্যের গেরুয়া শিবিরকে কী পেপটক দেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।    

[আরও পড়ুন: ‘আরও ৩০০ মাদ্রাসা বন্ধ করে দেব’, তেলেঙ্গানায় ওয়েইসিকে হুঁশিয়ারি হিমন্তের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ