BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

অশান্তির মধ্যে হাওড়া পুলিশে বিরাট রদবদল, কমিশনার পদে এলেন প্রবীণ ত্রিপাঠী

Published by: Paramita Paul |    Posted: June 11, 2022 4:55 pm|    Updated: June 11, 2022 6:52 pm

Prophet Row: Reshuffle in police ranks as violent protest rocks Howrah | Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়গম্বর বিতর্কে (Prophet Row) অশান্তির আগুন ছড়িয়েছে হাওড়ার বেশ কিছু এলাকায়। এমন পরিস্থিতিতে হাওড়া পুলিশে বড়সড় রদবদল ঘটাল নবান্ন। হাওড়া সিটি পুলিশ কমিশনার (Howrah City Police Commissioner) পদে দায়িত্ব নিচ্ছেন আইপিএস আধিকারিক প্রবীণ ত্রিপাঠী। অন্যদিকে হাওড়া গ্রামীণ পুলিশের এসপি পদ থেকে সরানো হল সৌম্য রায়কেও। সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে পুলিশ প্রশাসনে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

সৌম্য রায়ের পরিবর্তে হাওড়া গ্রামীণ পুলিশ সুপার পদে এলেন আইপিএস (IPS) আধিকারিক স্বাতী ভাঙারিয়া। সৌম্য রায় বদলি হলেন কলকাতা পুলিশের ডিসি (সাউথ ওয়েস্ট) পদে। অন্যদিকে হাওড়া সিটি পুলিশ কমিশনার পদে ছিলেন সি সুধাকরণ। বদলি করে তাঁকে আনা হল কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদে। আর কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার প্রবীণ ত্রিপাঠীকে দেওয়া হল হাওড়া সিটি পুলিশ কমিশনার পদের দায়িত্ব। এদিনই তাঁদের দায়িত্ব বুঝে নিতে বলা হয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে তাঁরা দুজনই হাওড়ার উদ্দেশে রওনা দিয়েছেন।

[আরও পড়ুন: পুলিশি বাধা উপেক্ষা করে হাওড়া যাওয়ার পথে গ্রেপ্তার সুকান্ত মজুমদার, উত্তপ্ত বিদ্যাসাগর সেতু]

বহিষ্কৃত বিজেপি নেত্রী নুপূর শর্মার মন্তব্যের বিরুদ্ধে হাওড়ার বেশ কিছু এলাকায় লাগাতার অবরোধ, বিক্ষোভ চলছে। দোকান-গাড়িতে আগুন লাগানো হয়েছে। আর এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন এই পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, এডিজি (আইন-শৃঙ্খলা)-একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা। সেই বৈঠকেই পুলিশে রদবদল-সহ একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। 

প্রসঙ্গত, শুক্রবার সন্ধেয় গোটা হাওড়া (Howrah) জেলাজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার আরও কড়া পদক্ষেপ নবান্নের। শনিবার সকালে উলুবেড়িয়া মহকুমার বিস্তীর্ণ এলাকায় ১৪৪ ধারা জারি করা হল। আগামী ১৫ জুন অর্থাৎ বুধবার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। এছাড়া প্রশাসনের তরফে ৫ জনের বেশি জমায়েতের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। 

[আরও পড়ুন: মানসিক রোগের চিকিৎসার পরেও কেন পুলিশকর্মীর হাতে আগ্নেয়াস্ত্র? পার্কসার্কাস কাণ্ডে উঠছে প্রশ্ন]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে