Advertisement
Advertisement
Presidency University

হস্টেলের খরচ বৃদ্ধির প্রতিবাদ, ২০ ঘণ্টার বেশি ঘেরাও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন

এপ্রসঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Protest after Presidency University hikes hostel fee | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 8, 2022 2:55 pm
  • Updated:November 8, 2022 4:12 pm

দীপালি সেন: ফের ছাত্র আন্দোলনে উত্তপ্ত প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। হস্টেলে মেস ব্যবস্থা ফেরাতে আন্দোলনে পড়ুয়ারা। সোমবার বিকেল ৫টা থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) ডিনকে ঘেরাও করা হয়েছে। ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘেরাও চলছে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন আবাসিক পড়ুয়ারা। যদিও এপ্রসঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

প্রেসিডেন্সির পড়ুয়াদের অভিযোগ, ইডেন হিন্দু হস্টেলের সুপার নিয়োগ-অ্যাডমিশন সম্পন্ন হয়ে গিয়েছে। অথচ লকডাউনের পরও হস্টেলের মেস ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। তা এখনও চালু হয়নি। আন্দোলনকারীরা জানিয়েছেন, এতদিন ধরে আবাসিকরা নিজেদের মতো করে এতদিন খাবারের ব্যবস্থা করছিলেন। কিন্তু বর্তমানে তাঁদের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। তাই অগত্যা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে দাবি পড়ুয়াদের।

Advertisement

[আরও পড়ুন: ন্যাশানাল হেরাল্ড: ফের সোনিয়া-রাহুলকে তলব করতে পারে ইডি, প্রতিহিংসার অভিযোগ কংগ্রেসের]

সোমবার বিকেল থেকে ডিন অফ স্টুডেন্টস-র ঘরের সামনে আন্দোলন শুরু করেছেন হস্টেল আবাসিকরা। তাঁদের দাবি, হস্টেল খোলার দু’মাসের মধ্যে এস্টাব্লিসমেন্ট চার্জ হাজার টাকা বাড়িয়ে ২ হাজার টাকা করে দেওয়া হয়েছে। মাসিক বেডের ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে।

Advertisement

এদিকে করোনার আগে টেন্ডার ডেকে হোস্টেলে মেস স্টাফ দেওয়া হত। বাজার করতেন আবাসিকরা নিজেই। হিসেব-নিকেশ জানতেন সকলেই। কিন্তু দীর্ঘদিনের এই রীতি বদলে দিতে চাইছে হোস্টেল কর্তৃপক্ষ, এমনই দাবি আবাসিকদের। বদলে ক্যান্টিন প্রথা চালু করা হচ্ছে। যার জেরে খরচ বাড়বে আবাসিকদের। এই সমস্ত কিছুর প্রতিবাদে ডিনকে ঘেরাও করছেন তাঁরা। যদিও আবাসকিদের দাবি মানা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এ প্রসঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

[আরও পড়ুন: হাই কোর্টের ভূত ধরতে চায়, প্রধান বিচারপতিকে আবেদন কলকাতার ‘ঘোস্ট বাস্টা’র সংস্থার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ