Advertisement
Advertisement

প্রশ্ন বিভ্রাটের জেরে বন্ধ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার পরীক্ষা

বন্ধ হয়ে গেল বিএ পার্ট টু(জেনারেল)-এর পরীক্ষা৷

Question paper goof up in Calcutta University
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 15, 2018 4:04 pm
  • Updated:June 15, 2018 4:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে গিয়ে তৃতীয়পত্রের প্রশ্নপত্র হাতে পেলেন পড়ুয়ারা৷ ফের প্রশ্নপত্র বিভ্রাট কলকাতা বিশ্ববিদ্যালয়ে৷ বিএ পার্ট টু (জেনারেল)-এর পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এক ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য৷ কবে হবে পরীক্ষা? পরে  তা জানিয়ে দেওয়া হবে৷

[নেটদুনিয়ায় নগ্ন ছবি পোস্ট করে শ্রমিককে হেনস্তা, উত্তাল তেহট্ট]

Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেমন স্নাতকস্তরে সাংবাদিকতা অনার্সের পঠনপাঠন চলে, তেমনই আবার জেনারেল কোর্সেও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করা যায়৷ শুক্রবার ছিল বিএ পার্ট টু (জেনারেল)-এর সাংবাদিকতা বিষয়ের দ্বিতীয়পত্রের পরীক্ষা৷ নির্ধারিত সময়েই বিভিন্ন কলেজে শুরু হয় পরীক্ষা৷ কিন্তু, প্রশ্নপত্র হাতে পেয়ে হতবাক পড়ুয়ারা৷ প্রশ্নপত্রের উপরে দ্বিতীয় পত্র লেখা থাকলেও, প্রশ্ন ছিল তৃতীয়পত্রের! বিষয়টি তড়িঘড়ি সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের নজরে আনেন পরীক্ষার্থীরা৷ খবর পৌঁছয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে৷ প্রশ্ন বিভ্রাটের বিএ পার্ট টু(জেনারেল)-এর পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ কীভাবে ঘটল এমন ঘটনা?  এক ঘণ্টার মধ্যে রিপোর্ট তলব করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য৷

Advertisement

[পেনশন হাতাতে বেধড়ক মারধর বউমার, প্রশাসনের দ্বারস্থ অবসরপ্রাপ্ত শিক্ষিকা]

কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফের প্রশ্ন বিভ্রাটের ঘটনায় বিস্মিত শিক্ষামহলের একাংশ৷ তাঁদের বক্তব্য, প্রশ্ন বিভ্রাটে স্নাতকস্তরের পরীক্ষা প্রক্রিয়াটিও তো ব্যাহত হলই, বিভ্রান্তিতে পড়লেন পড়ুয়ারাও৷ কারণ, তৃতীয় পত্রের প্রশ্ন আগেভাগেই পডুয়াদের হাতে পৌঁছে গিয়েছে৷ ফলে ওই প্রশ্নপত্রে আর পরীক্ষা নেওয়া যাবে না৷ দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রটিও তো আবার পরীক্ষার হল পর্যন্ত পৌঁছালই না৷ কলকাতা বিশ্ববিদ্যালয় ও পরীক্ষাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীদেরই কাঠগড়া তুলেছেন শিক্ষাবিদদের একাংশ৷ এরআগেও প্রশ্ন বিভ্রাটে বাতিল হয়ে গিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলার অনার্সের পরীক্ষা৷ সেবার চতুর্থপত্রের পরীক্ষার দিন তৃতীয় পত্রের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের৷

[এবার ট্যাক্সির ‘বেয়াদপি’র বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন হোয়াটসঅ্যাপে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ