Advertisement
Advertisement
R G Kar Victim

ভাগবতের কাছে আর জি করের নির্যাতিতার পরিবার, ‘মুখোশ খুলে যাচ্ছে’, বলল তৃণমূল

কী বললেন বাবা?

R G Kar Victim family met RSS Chief
Published by: Paramita Paul
  • Posted:February 8, 2025 9:49 pm
  • Updated:February 8, 2025 9:51 pm  

স্টাফ রিপোর্টার: রবিবার তাঁর জন্মদিনের প্রাক্কালে শনিবার সকালে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে আর জি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের বাবা ও মায়ের সাক্ষাৎ ঘিরে তুঙ্গে জল্পনা। তরুণী চিকিৎসকের পরিবারের বক্তব‌্য, ন‌্যায়বিচারের আর্জি জানাতেই সংঘপ্রধানের কাছে গিয়েছেন তাঁরা। আরএসএসের বিবৃতি অনুযায়ী, ভাগবতও নির্যাতিতার পরিবারকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন । যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে এই সাক্ষাতের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

বৃহস্পতিবার দশদিনের বঙ্গ সফরে কলকাতায় এসেছেন ভাগবত। সংঘ সূত্রের খবর, তাঁর কলকাতায় থাকার খবর পেয়ে তাঁর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন নির্যাতিতার মা-বাবা। একটি বিশেষ সূত্রের মাধ‌্যমে সেই বার্তা যায় সংঘপ্রধানের কাছে। আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পরই এবিষয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, “যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের।” কলকাতায় একটি অনুষ্ঠানেও আরজি কর কাণ্ডের কড়া সমালোচনা করেছিলেন তিনি। নাগপুরে সংঘের সদরদপ্তরে আয়োজিত নবরাত্রির সমাপ্তি অনুষ্ঠানে থেকেও আর জি কর-কাণ্ডে কড়া নিন্দা করতে শোনা গিয়েছিল ভাগবতকে। এদিনও নির্যাতিতার পরিবারের দেখা করার ইচ্ছা শুনে ঠাসা কর্মসূচির মাঝে ভাগবত সময় বের করেন। নিউ টাউনে যেখানে তিনি উঠেছেন, সেখানেই তাঁর সঙ্গে সকাল সোয়া ১১টার সময় দেখা করতে আসে নির্যাতিতার পরিবার। প্রায় আধ ঘণ্টা কথা হয় তাঁদের।

Advertisement

ভাগবতের দরবারে নির্যাতিতার বাবা-মায়ের এই হাজিরা নিয়ে রাজ‌্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘এবার রাজনৈতিক মুখোশ সব খুলে যাচ্ছে। অভয়ার বাবা-মা কেন গিয়েছেন মোহন ভাগবতের কাছে? বিরোধীদের চিত্রপটে তারা পথ চলছেন।’’কুণাল আরও বলেছেন, ‘‘রাজনৈতিক মুখোশ সব খুলে যাচ্ছে। আরএসএসের মোহন ভাগবতের কাছে অভয়ার বাবা-মা কেন? তাহলে কি আরএসএস চালায় সিবিআইকে? না হলে মোহন ভাগবতের কাছে কেন যাবেন?’’ কুণালের কথায়, ‘‘বিরোধীদের চিত্রপটে তারা পথ চলছেন। আদালতে গিয়ে বলছেন আস্থা নেই। কখনও বলছেন পুলিশের তদন্তে আস্থা নেই। কখনও সিবিআইয়ের তদন্তে অনাস্থা প্রকাশ করছেন। অভয়ার বাবা-মা তো রোজ বিবৃতি দেন৷ আজ কেন বলছেন না আরএসএসের প্লটে কী করতে গিয়েছেন?’’ তৃণমূল কংগ্রেসের বক্তব‌্য, আর জি করে তরুণী চিকিৎসকের মৃত‌্যু নিয়ে বাম, অতিবাম ও বিজেপি প্রথমদিন থেকে চক্রান্ত করে আসছে। মৃতার বাবা-মায়ের মানসিক পরিস্থিতি কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে। মেয়ের মৃত‌্যুর তদন্ত চাইতে গিয়ে তাদের হাতের পুতুল হয়ে রাজনীতির জটিল আবর্তে পড়ে গিয়েছেন মৃতার বাবা-মা। ভাগবতের সঙ্গে দেখা করা নিয়ে রাজ‌্যের শাসক দলের প্রশ্ন, যেখানে ভাগবত না রাজনীতির লোক, না সিবিআই পদাধিকারী, না বিচারপতি, না আইনজীবী। তাহলে তাঁর কাছে দেখা করতে যাওয়া কেন? এবার মৃতার পরিবারের আসল উদ্দেশ‌্য নিয়ে মানুষের মধ্যে তো প্রশ্ন উঠতে শুরু করবে!

এদিন সন্ধ‌্যায় আরএসএসের পক্ষে দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচার প্রমুখ বিপ্লব রায়ের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ‘পূজনীয় সরসংঘচালকের সঙ্গে আর জি কর অভয়ার পরিবারের সদস‌্যরা সকাল ১১টা ১৫ মিনিটে দেখা করতে এসেছিলেন। সরসঙ্ঘচালক ডা. মোহন ভাগবত বলেন, এই রকম নৃশংসতার কথা শুনে শিহরিত, খুব দুঃখিত। এটা হৃদয় বিদারক। তিনি সমবেদনা জ্ঞাপন করেন ও সুবিচারের জন্য প্রয়োজনীয় পরামর্শ এবং অন্যান্য সহযোগিতা করার কথা বলেছেন। ভুক্তভুগী পরিবারে এই মূহুর্তে সহায়তা প্রযোজন বলে তিনি মনে করেন।’

এদিকে টেলিফোনে মৃতার বাবা ‘সংবাদ প্রতিদিন’-কে জানান, ‘‘আমরাই যোগাযোগ করে মোহন ভাগবতের সঙ্গে দেখা করলাম। উনি চার্জশিট এবং রায়ের কপি দেখলেন। বললেন, আমরা যাতে ন্যায়বিচার পাই তার চেষ্টা করবেন। এছাড়াও সিবিআইয়ের উপর চাপ সৃষ্টি-সহ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে দরবার করবেন বলে আশ্বাস দিয়েছেন। এ নিয়ে কোন রাজনৈতিক দল কী বলল সেটা গুরুত্বপূর্ণ নয়। মেয়ের বিচার পেতে যেখানে যেতে হয় যাব। তৃণমূলও যদি পরামর্শ দিতে আসতে চায়, আসতে পারে।’’

উল্লেখ‌্য, মৃত‌্যুর পর রবিবারই মৃত চিকিৎসকের প্রথম জন্মদিন। একইসঙ্গে ধর্ষণ এবং হত‍্যকাণ্ডের ছমাস পূর্ণ হচ্ছে এইদিনই। সেই উপলক্ষে এদিন থেকে একগুচ্ছ কর্মসূচি নিয়ে পথে নামার কথা জানানো হয়েছিল। যার মধ‌্যে রয়েছে সকালে পানিহাটিতে দু’টি স্বাস্থ্য পরিষেবা শিবির ও বিকেলে কলেজ স্কোয়্যার থেকে আরজি কর পর্যন্ত মিছিল। মিছিল শেষে গণ কনভেনশনের ডাকও দেওয়া হয়েছে। গণ কনভেনশন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষিত হতে পারে বলে সূত্রের খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement