Advertisement
Advertisement
Amit Shah

রবীন্দ্রজয়ন্তীর ‘খোলা হাওয়া’ অনুষ্ঠানে নিষিদ্ধ ‘রাম’ স্লোগান, বিতর্ক রুখতে কড়া ব্যবস্থা গেরুয়া শিবিরের

অনুষ্ঠানটি দেশের সংস্কৃতি মন্ত্রক ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অংশ হিসাবেও স্বীকৃতি দিয়েছে।

Rabindranath Tagore birth anniversary: Ram nam slogan banned at Amit Shah's programme in Kolkata| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 9, 2023 2:11 pm
  • Updated:May 9, 2023 2:11 pm

স্টাফ রিপোর্টার : ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জয়ন্তীতে জয় শ্রীরাম—এর কুফল এড়াতে রবীন্দ্রজয়ন্তীতে জয় শ্রীরাম নিষিদ্ধ করল বিজেপি। আজ জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কবিগুরুর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুষ্ঠানে দলের কর্মী—সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান যাতে না দেয় তার জন‌্য সোমবার উত্তর কলকাতা বিজেপির তরফে সার্কুলার জারি করে। একুশের ভোটের আগে ভিক্টোরিয়ায় প্রধানমন্ত্রীর সামনে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে লক্ষ‌্য করে দলের কিছু নেতা—কর্মী এই স্লোগান দেওয়ায় বিড়ম্বনায় পড়তে হয়েছিল বিজেপিকে। বিজেপির একাংশ প্রকাশ্যে না হলেও স্বীকার করেছিলেন, তাতে দলেরই ক্ষতি হয়েছিল। সেই ভুল যাতে আর না হয় তাই এবার আগেভাগেই সতর্ক গেরুয়া শিবির। কলকাতা জেলা বিজেপির জেলা সম্পাদক তমোঘ্ন ঘোষ সার্কুলার দিয়ে জানিয়েছেন, কোনও রাজনৈতিক স্লোগান দেওয়া যাবে না। জয় শ্রীরাম বলা যাবে না, কোনও রাজনৈতিক পতাকা বা দলীয় পতাকাও রাখা যাবে না। গত জানুয়ারি মাসেও হাওড়া স্টেশনে বন্দে ভারত ট্রেনের উদ্বোধনে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল। সেখানেও ছিলেন মমতা। সরকারি অনুষ্ঠানে জয় শ্রীরাম স্লোগান কেন, তা নিয়ে প্রশ্ন ওঠে। এদিকে, বিজেপির এই সার্কুলার নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের বক্তব‌্য, ‘‘ওরা (বিজেপি) নেতাজির জন্মদিনে জয় শ্রীরাম স্লোগান দিয়েছিল। এখন নোটিস দিয়ে বলতে হচ্ছে। তা হলে বুঝতে হবে এই বিজেপির কোনও তাল নেই। কোথায় কী করতে হয়। কোনওদিন দেখবেন শ্রাদ্ধবাড়িতে বেনারসি পরে যাচ্ছে।’’ রবীন্দ্র স্মরণ নিয়ে অমিত শাহকেও কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের রাজ‌্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব‌্য, ‘‘জন্মদিনে শুধু ফুল দিলে হয়। রবীন্দ্রনাথ একটা দর্শন। রবীন্দ্রনাথকে স্মরণ করতে আসছেন। তার আগে তো অম‌র্ত‌্য সেনের কাছে ক্ষমা চাওয়া উচিত। রবীন্দ্রনাথ কীভাবে সমাজকে দেখেছিলেন, এই ভাবনার সঙ্গে তো অমিত শাহর ভাবনা মেলে না। রবীন্দ্র দর্শনের উপরই তো বিশ্বাস নেই ওদের (বিজেপি)।’’

[আরও পড়ুন: গলায় বিঁধে বল্লম! অপারেশন থিয়েটারে ডাক পড়ল ওয়েল্ডিং মিস্ত্রির]

সন্ধ‌্যায় সায়েন্স সিটিতে রবীন্দ্রজয়ন্তী উদযাপনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘খোলা হাওয়া’—র অনুষ্ঠানে থাকবেন অমিত শাহ। ২৫ বৈশাখ উপলক্ষে জঁাকজমকপূর্ণ এক রবীন্দ্রসন্ধ‌্যার সাক্ষী থাকতে চলেছে শহর। অনুষ্ঠানে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কবি প্রণামের এই জমকালো অনুষ্ঠানে থাকবেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। কবিগুরুকে সামনে রেখে বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে চায় খোলা হাওয়া। অমিত শাহর উপস্থিতিতে অনুষ্ঠানে এক মঞ্চে মিলিত হবেন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা, শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী। থাকার কথা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষান রেড্ডিকও। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে শুরু করে তনুশ্রী শঙ্কর, সোমলতা আচার্য—মেধা বন্দ্য়োপাধ্য়ায়—সহ অন‌্যান‌্য শিল্পীরা। রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানকে আজ এক অন‌্য রূপ দিতে চলেছে ‘খোলা হাওয়া’ সংগঠন। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘আমাদের রবীন্দ্রনাথ’। এই সংগঠনের সভাপতি রাজ‌্যসভার প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত। স্বপনবাবুর উদ্যোগে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে থাকছেন অমিত শাহ। আধুনিক ভারতীয় চিন্তাধারার উপর কবিগুরুর প্রভাব নিয়ে বক্তৃতা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানটি দেশের সংস্কৃতি মন্ত্রক ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপনের অংশ হিসাবেও স্বীকৃতি দিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ পর্যন্ত নিয়োগ বাতিল নয়, স্কুলগুলিকে চিঠি মধ্যশিক্ষা পর্ষদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement