Advertisement
Advertisement

মাঝেরহাটে বিকল্প রাস্তা, লেভেল ক্রসিংয়ের অনুমতি দিল রেল

মাঝেরহাটে শুরু ব্রিজ ভাঙার কাজ৷

Railways nod for level crossing near Majerhat bridge collapse site

ফাইল ছবি

Published by: Kumaresh Halder
  • Posted:September 19, 2018 3:25 pm
  • Updated:September 19, 2018 3:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রশাসনিক জট কাটিয়ে অবশেষে তৈরি হচ্ছে বিকল্প রাস্তা৷ মাঝেরহাটে স্টেশনে লেভেল ক্রসিং তৈরির অনুমতি দল রেল৷ জানা গিয়েছে, লেভেল ক্রসিং বসিয়ে বিকল্প রাস্তা নির্মাণের জন্য সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার৷ খুব তাড়াতাড়ি  লেভেল ক্রসিং তৈরির কাজ শুরু করবে পূর্ত দপ্তর৷

[ভূমিকম্প-সহ প্রাকৃতিক বিপর্যয়ের আগাম পূর্বাভাস দেবে বিশ্ববাংলার নয়া যন্ত্র]

অন্যদিকে, মাঝেরহাট ব্রিজ ভাঙার কাজে হাত লাগিয়েছে প্রশাসন৷ আগামী তিন মাসের মধ্যে এই কাজ শেষ করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে৷ দুর্ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে৷ সেতু ভাঙার কাজে গতি আনতে মুম্বই থেকে আনা হচ্ছে বিশেষ যন্ত্র৷ সেতু ভাঙার পর কীভাবে বিকল্প ব্যবস্থা করা করা হবে, তার নীল নকশাও তৈরির কাজ চলছে বলেও পূর্ত দপ্তর সূত্রে খবর৷

Advertisement

[বাগরিতে অগ্নিকাণ্ড কি পরিকল্পিত নাশকতা? সিসিটিভি ফুটেজ ঘিরে রহস্য]

Advertisement

মাঝেরহাট ব্রিজ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতিতে এর আগেও রেলের সহযোগিতাও চেয়েছিল রাজ্য সরকার৷ মাঝেরহাট স্টেশনে লেভেল ক্রসিং তৈরির অনুমতি চায় প্রশাসন৷ প্রথমে রেলের তরফে অসুবিধার কথা জানানো হলেও পরে বিকল্প রাস্তা নির্মাণে অনুমতি দেওয়া হয়৷ ফলে, একদিকে সেতু ভাঙার কাজ শুরু ও লেভেল ক্রসিং নির্মাণের আনুষ্ঠানিক অনুমতি মিলতেই আশার আলো দেখতে শুরু করেছে সেতু বিপর্যয়ের কবলে পড়া দক্ষিণ শহরতলির কয়েক লক্ষ মানুষ৷ কেন্দ্র ও রাজ্যের মধ্যেই পদ্ধতিগত সমস্যা মিটতেই বিকল্প পথ তৈরিতে আরও কোনও জট থাকছে না বলেই মনে করা হচ্ছে৷ ফলে, সবকিছু ঠিকঠাক থাকলে দ্রুত স্বাভাবিক হতে চলেছে যোগাযোগ ব্যবস্থা৷ জার্মানির ফ্রাঙ্কফুর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার জানিয়েছেন, এখন থেকে প্রায় ৫০ মিটার দীর্ঘ সেতুগুলির রক্ষনাবেক্ষণ করবে পূর্ত দপ্তর। 

[এখনও জ্বলছে বাগরি মার্কেট, মালিক ও সিইও-র বিরুদ্ধে এফআইআর দমকলের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ