ছবি: শুভ্ররূপ বন্দ্যোপাধ্যায়।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাওয়া অফিসের পূর্বাভাস ‘মিথ্যে করে’ রবিবাসরীয় সন্ধ্যায় ভিজল কলকাতা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামল শহরে। সারাদিনের গুমোটভাব সামান্য কাটলেও তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হয়নি।
দোলের দিন থেকেই তাপমাত্রার পারদ চড়ছিল। পূর্বাভাস মতোই রবি ‘হট ডে’ ছিল কলকাতায়। বেলা বাড়লে সূর্যের তাপে দাবদাহের মতো পরিস্থিতি তৈরি হয়। ঘর থেকে বের হওয়া রীতিমতো দায় হয়ে দাঁড়িয়েছিল। বেলা যত গড়িয়েছে পরিস্থিতি তত খারাপ হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জেলা থেকে ঝড়-বৃষ্টির খবর আসতে থাকে। পুরুলিয়া, বাঁকুড়া থেকে হুগলি, প্রায় সর্বত্রই বৃষ্টি নামে।
সন্ধ্যা গড়াতেই কলকাতায় হাওড়া বদল। ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। সঙ্গে ঝোড়ো হাওয়া। তারপর শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। যদিও তার স্থায়িত্ব ছিল খুবই কম। সামান্য ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে শহরের গুমোটভাব কিছুটা কেটেছে। তবে সন্ধ্যার বৃষ্টির প্রভাব সকাল পর্যন্ত থাকবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আগামিকাল সকাল থেকে ফের তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে।
সময় আরেকটু গড়াতেই ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয় পুরুলিয়া শহরে। গ্রামীণ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ভালোই বৃষ্টি হয়। তবে গরম কমেনি একফোঁটাও। উলটে ভ্যাপসা গরম বেড়েছে। তবে বাঁকুড়ার ছবিটা অন্যরকম। বিষ্ণুপুর, কোতুলপুরে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। সঙ্গে ছিল শিলাবৃষ্টি। কিছুক্ষণর মধ্যে শিলার সাদা চাদরে ঢেকে যায় এলাকা। কোনওরকম পূর্বাভাস ছাড়াই বদলে যায় আবহাওয়া। তবে তা সাময়িক। সন্ধ্যা গড়াতেই আবার গরম লাগতে শুরু করে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.