Advertisement
Advertisement

Breaking News

Rajarhat

বাংলাদেশি মহিলার সঙ্গে যৌনতা! চরম মুহূর্তের ছবি ভাইরালের হুমকি, গ্রেপ্তার রাজারহাটের যুবক

নথি জাল করে এদেশে থেকে যাওয়ার অভিযোগ দায়ের হয়েছে মহিলার বিরুদ্ধে।

Rajarhat man arrested for blackmailing Bangladesh woman with intimate photo
Published by: Paramita Paul
  • Posted:February 16, 2025 4:52 pm
  • Updated:February 16, 2025 4:52 pm  

বিধান নস্কর, বিধাননগর: বাংলাদেশি মহিলার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল রাজারহাট থানা এলাকার এক যুবক। দুজনের মধ্যে শারীরিক সম্পর্কও হয়েছিল। সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে টাকা হাতিয়েছিল সেই যুবক। এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন বাংলাদেশি মহিলা। পালটা তাঁর বিরুদ্ধে নথি জাল করে এদেশে থেকে যাওয়ার অভিযোগ দায়ের হয়েছে। গ্রেপ্তারও করা হয়েছে তাকে।

ঘটনার সূত্রপাত ২০২১ সালে। করোনাকালে বাংলাদেশি যুবতী শাহানা সাদিক মেডিক্যাল ভিসা নিয়ে চিকিৎসা করাতে কলকাতায় আসে। সেই সময় খিদিরপুরের বাসিন্দা মহম্মদ ইশতিয়াক হামেদের সঙ্গে পরিচয় হয়। পরবর্তীতে বিয়ে করে তারা রাজারহাট থানা এলাকায় থাকতে শুরু করে। কিন্তু সম্পর্কের ধীরে ধীরে অবনতি হয়। পরবর্তীতে রাজারহাট থানার অভিযোগ করার জন্য গেলে সেখানেই পরিচয় হয় মহম্মদ শামিমের সঙ্গে পরিচয় হয়। ওই যুবক নিজেকে এনজিওর কর্মী বলে পরিচয় দিয়েছিল। প্রতিশ্রুতি দেয়, শাহানার সঙ্গে স্বামীর সঙ্গে সমস্যা মিটিয়ে দেবে।

Advertisement

জীবনের ঝুঁকি আছে বলে রাজারহাট রাইগাছি এলাকায় ওই যুবতীকে ভাড়া বাড়িতে রাখে। শামিম ওই বাড়িতে যাতায়াত শুরু করে। যুবতীর অভিযোগ, তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে শারীরিক সম্পর্ক করে। সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে। পরবর্তীতে সেই সমস্ত ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে এক লক্ষ টাকা নিয়ে নেয়। আরও তিন লক্ষ টাকা দাবি করে। না দিলে খুনের হুমকি দেওয়া হয়। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে শামিমকে গ্রেপ্তার করে নারায়ণপুর থানার পুলিশ।

শামিমকে জিজ্ঞাসাবাদ করে নারায়ণপুর থানার পুলিশ জানতে পারে, ২০২৩ সালে মার্চ মাসে সে প্রথম বিয়ে করে। ২০২৪ সালে দ্বিতীয় বিয়ে করে ওই যুবতীকে। মেডিক্যাল ভিসা করিয়ে কলকাতায় এসেছিলেন শাহানা। ভিসার মেয়াদ জুন ২০২৫ পর্যন্ত রয়েছে। তার মধ্যেই অসাধু উপায়ে ভারতীয় পরিচয়পত্র তৈরি করে ফেলেছেন। এই সমস্ত তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা বাংলাদেশি নাগরিকের হোটেলে তল্লাশি চালিয়ে আধার কার্ড, মার্কিন ডলার-সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে। এই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় তাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement