Advertisement
Advertisement
Rajya Sabha Election 2023

Rajya Sabha election 2023: বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার ৬ আসনেই জয়ী তৃণমূল, জিতলেন অনন্ত মহারাজও

আজই ছিল মনোনয়নের শেষ দিন।

Rajya Sabha Election 2023: 7 candidates from Bengal win uncontested including BJP's Anant Maharaj | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 15, 2023 9:30 pm
  • Updated:July 16, 2023 1:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন (Rajya Sabha Election 2023)। তার আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদের উচ্চকক্ষে নির্বাচিত হলেন বাংলার ৭ প্রার্থী। তৃণমূলের (TMC) ৬ জন ও বিজেপির (BJP) তরফে অনন্ত মহারাজকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়েছে। শনিবারই ছিল মনোনয়নের শেষ দিন। ওই ৭ প্রার্থীর প্রতিদ্বন্দ্বী হিসেবে ওই আসনগুলিতে কেউ মনোনয়ন দেননি। সেই কারণে তাঁরাই বিনা লড়াইয়ে জয়ী হলেন।

শনিবার তৃণমূলের তরফে ৬ প্রার্থী – ডেরেক ও’ব্রায়েন , সুখেন্দুশেখর রায়, দোলা সেন, সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইককে জয়ী ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, বিজেপির একটি আসনে গ্রেটার কোচবিহারের নেতা অনন্ত মহারাজ (Ananta Maharaj) মনোনয়ন দেন। ‘ডামি’ প্রার্থী হিসেবে উত্তরবঙ্গের আরেক নেতা রথীন বসুও মনোনয়ন পেশ করেছিলেন। তবে আজ তিনি মনোনয়ন তুলে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনন্ত মহারাজও জয়ী হলেন।

Advertisement

[আরও পড়ুন: মুর্শিদাবাদ-সহ ৫ জেলায় চাকরির নামে তোলাবাজি জীবনকৃষ্ণ সাহার! ৪০ পাতার চার্জশিট সিবিআইয়ের]

তৃণমূলের তিন প্রার্থী এবার নতুন – সাকেত গোখলে, সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক। বাকি তিনজন অভিজ্ঞ। নতুন প্রার্থীরা এই জয়ে অত্য়ন্ত খুশি। ইতিমধ্য়েই নতুন দায়িত্বের জন্য প্রস্তুতি নিচ্ছেন।  বিশেষত বীরভূমের সামিরুল ইসলাম। তিনি মনোনয়ন দেওয়ার পরই সাংবাদিকদের জানিয়েছিলেন, কীভাবে সংসদের উচ্চকক্ষে বক্তব্য রাখতে হয়, তা নিয়ে তিনি এখন থেকেই পড়াশোনা করছেন। সংখ্যালঘু মুখ হলেও মানুষের জন্য কাজ করতে চান, তুলে ধরতে চান বাংলার একাধিক ইস্যু – এসবই জানিয়েছেন। আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন। তারপর শপথগ্রহণ ও কাজ শুরু। তারই অপেক্ষা করছেন  জয়ী প্রার্থীরা।

Advertisement

[আরও পড়ুন: ‘নো ভোট টু মমতা বলে ভাঙড়ের দরজা খুলুন, আসব’, নওশাদকে বার্তা শুভেন্দুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ