Advertisement
Advertisement

ধর্ষককে কষিয়ে চড় মারলেন নির্যাতিতা

টিআই প্যারেডে প্রাথমিক প্রতিশোধ নেওয়া হয়ে গেল শিল্পতালুকের গণধর্ষিতার৷ এবার আইন অনুযায়ী বিচার হবে, সেটার জন্য সময়ের অপেক্ষা৷

Rape Victim Slaps Her Rapists
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 3, 2016 12:11 pm
  • Updated:June 3, 2016 12:11 pm

স্টাফ রিপোর্টার: এই তিন ধর্ষকই একটা গোটা রাত জুড়ে নৃশংস অত্যাচার চালিয়েছিল তাঁর ওপর৷ সেই পাষণ্ডদের হাতের সামনে পেয়ে নিজেকে সংযত রাখা সম্ভব হল না ধর্ষিতার৷ কিল, চড়, থাপ্পড়ে নিজের ক্ষোভ উগরে দিলেন ম্যাজিস্ট্রেটের সামনেই৷ টিআই প্যারেডে প্রাথমিক প্রতিশোধ নেওয়া হয়ে গেল শিল্পতালুকের গণধর্ষিতার৷ এবার আইন অনুযায়ী বিচার হবে, সেটার জন্য সময়ের অপেক্ষা৷
বৃহস্পতিবার বিধাননগরের শিল্পতালুকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের শনাক্তকরণের জন্য টেস্ট আইডেন্টিটিফিকেশন প্যারেড হল দমদম সেন্ট্রাল জেলে৷ সরকারিভাবে জানা না গেলেও জেল সূত্রে খবর মিলছে যে, একাধিক ব্যক্তির মধ্য থেকে তিন মূল অভিযুক্তকে খুঁজে নিতে দ্বিধা দেখাননি নির্যাতিতা৷ তবে এখনও পর্যন্ত সরকারিভাবে শনাক্তকরণের রিপোর্ট হাতে না আসায় মুখ খুলতে চাইছে না পুলিশ৷ তবে জেল সূত্রে জানা যাচ্ছে, টিআই প্যারেডের নিয়ম অনুযায়ী দশের এক অনুপাতে মোট ৩০ জনকে রাখা হয়েছিল ৩ অভিযুক্তের সঙ্গে৷ তার মধ্য থেকে মূল তিনজনকে খুঁজে নিতে সময় লাগেনি বিশেষ৷
এদিন দুপুর ১২-৩০ নাগাদ দমদম সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয় দু’পক্ষকেই৷ শনাক্তকরণের কাজ শেষের পর চূড়ান্ত রিপোর্ট হাতে আসার পর অভিযুক্তদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে পুলিশ৷ আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রয়েছে তারা৷
অন্য দিকে অপর এক অধরাকে ধরতে জোরদার তল্লাশি চালাচ্ছে বিধাননগরের গোয়েন্দা বিভাগ৷ প্রসঙ্গত, সোমবার গভীর রাতে বিধাননগরের শিল্পতালুক থেকে এক মহিলাকে টাটা সুমো গাড়িতে তুলে নিয়ে গিয়ে নির্জন রাস্তাতে গণধর্ষণ করে চার যুবক৷ ঘটনার পর সেই তরুণীকে রাস্তায় ফেলে পালায় এই চারজন৷

Advertisement

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ