Advertisement
Advertisement

অ্যাপ ক্যাবের ধাক্কা, আঙুল বাদ গেল বাইক আরোহীর

শহরে ফের বেপরোয়া অ্যাপ ক্যাব।

Reckless app cab driver causes accident
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 1, 2018 9:13 pm
  • Updated:April 1, 2018 9:13 pm

স্টাফ রিপোর্টার: অ্যাপ ক্যাবের দরজার ধাক্কা বাইক আরোহীকে। আঙুলে লাগল আঘাত। কাটা গেল বাইক আরোহীর তর্জনী। এই ঘটনায় অ্যাপ ক্যাব চালক বলবীর সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, রাস্তার উপর থুতু ফেলার জন্য ওই ব্যক্তি হঠাৎই গাড়ির দরজা খোলে। অথচ অন্য কোনও গাড়ির দিকে নজরই ছিল না ওই চালকের।

[বাস দুর্ঘটনায় উত্তাল ইএম বাইপাস, পথ অবরোধ স্থানীয়দের]

পুলিশ জানিয়েছে, বরানগরের দেশবন্ধু রোডের বাসিন্দা রবিকান্ত গুপ্তা তাঁর বাইক নিয়ে গ্যালিফ স্ট্রিট ধরে যাচ্ছিলেন। একই রাস্তা ধরে যাচ্ছিল অ্যাপ ক্যাব। ক্যাবের পাশে চলে আসে বাইকটি। কিন্তু কোনও পরোয়া না করেই মাঝরাস্তায় জোরে দরজা খুলে ফেলে সেই চালক। বাইকের চালক কিছু বুঝে ওঠার আগেই তাঁর বাঁ আঙুলে ধাক্কা লাগে। তিনি রাস্তার উপর পড়ে যান। যন্ত্রণায় কাতরে ওঠেন। পথচারীরা তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসা শুরু হওয়ার পর বাইক চালকের পরিজনদের চিকিৎসকরা জানিয়ে দেন, আক্রান্তর বাঁ আঙুল বা তর্জনীটি কেটে বাদ দিতে হবে। শুনে হতাশ হয়ে পড়েন বাইক চালক রবিকান্ত। শেষ পর্যন্ত আঙুল কেটে বাদ দিতে হয়। এই বিষয়ে উত্তর কলকাতার টালা থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্ত শুরু করে। দমদমের বাসিন্দা ওই অ্যাপ ক্যাব চালক বলবীর সিংকে গ্রেপ্তার করার পর তাকে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

[মরশুমের প্রথম কালবৈশাখী শহরে, জেলায় জেলায় ঝড়বৃষ্টির দাপট]

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ